ঢাকা: দেশের আটটি বিভাগের আকাশই পরিষ্কার রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সিলেট, চট্টগ্রাম ও রংপুর বিভাগের কয়েকটি জেলায় সকালে হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশা দেখা গেছে।
আগামী ২৪ ঘণ্টায় অর্থাৎ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ৭টা থেকে শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত বাংলাদেশের কোনো অঞ্চলেই বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এমনকি ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্যের আকাশেও বৃষ্টির কোনো পূর্বাভাস পাওয়া যায়নি।
আজ রাত ১০টার পর থেকে শুক্রবার সকাল ৮টার মধ্যে দেশের কয়েকটি অঞ্চলে কুয়াশা পড়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, বান্দরবান ও রাঙামাটি জেলা, সিলেট বিভাগের সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা, রংপুর বিভাগের ঠাকুরগাঁও, দিনাজপুর, পঞ্চগড় ও নীলফামারী জেলায় হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশা দেখা দিতে পারে।
এ ছাড়া যমুনা ও তিস্তা নদীর দুই তীরবর্তী এলাকায়ও কুয়াশার উপস্থিতি থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদদের মতে, নভেম্বরের মাঝামাঝি সময় থেকেই শীতের আগমনী বার্তা নিয়ে দেশের উত্তর ও পূর্বাঞ্চলে কুয়াশা দেখা দেওয়া স্বাভাবিক। পরবর্তী কয়েকদিনে রাতের তাপমাত্রা আরও কিছুটা কমে গেলে কুয়াশার ঘনত্ব ও স্থায়িত্ব উভয়ই বাড়তে পারে বলে তারা জানিয়েছেন।