Thursday 13 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মির্জা ফখরুলের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ নভেম্বর ২০২৫ ১২:৩৫

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঢাকায় নিযুক্ত ফ্রান্সের নতুন রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারল সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা ১২টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

সাক্ষাতের সময় দুই পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক, বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র ও মানবাধিকারের সামগ্রিক প্রেক্ষাপট নিয়ে মতবিনিময় করেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

বৈঠকটি ছিল সম্পূর্ণ সৌজন্যমূলক, তবে এতে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অগ্রগতি ও আগামীর নির্বাচন প্রক্রিয়া সম্পর্কেও আলোচনা হয় বলে বিএনপি সূত্র জানিয়েছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকারের নিশ্চয়তা প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আশা করি ফ্রান্সও এই প্রক্রিয়ায় গঠনমূলক ভূমিকা রাখবে।”

উল্লেখ্য, জঁ-মার্ক সেরে-শারলে সম্প্রতি ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। এটি ছিল বিএনপির পক্ষ থেকে তার সঙ্গে প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ।

বিজ্ঞাপন

নিয়োগ দিচ্ছে মেঘনা গ্রুপ
১৩ নভেম্বর ২০২৫ ১১:৩৮

আরো

সম্পর্কিত খবর