ময়মনসিংহ: নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির প্রতিবাদে বিভাগীয় জেলা ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি করেছে বিএনপি।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে মহানগর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয় থেকে কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
এদিকে একই সময়ে দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে সদস্য সচিব রোকনুজ্জামান সরকারের নেতৃত্বে আরেকটি মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের এই অবৈধ লকডাউন কর্মসূচি প্রতিহত করবে বলে হুশিয়ারি দেন বিএনপি নেতাকর্মীরা।