ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা বলেছেন, জনগণ এখন রাজনৈতিকভাবে সচেতন। তারা সংস্কার ও গণভোটের বিষয় বুঝতে পারে না—এমন ধারণা সম্পূর্ণ ভুল। যারা সংস্কার পাশ কাটিয়ে যেতে চান, তারা পার পাবেন না।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বাংলামোটর দলটির অস্থায়ী কার্যালয়ে জাতীয় কৃষক শক্তি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তাসনিম জারা বলেন, “জনগণ সংস্কার বোঝে না, গণভোট বোঝে না—এসব বাজে কথা। জনগণ এখন অনেক বেশি রাজনৈতিকভাবে পরিপক্ব। তারা জানে, তাদের অধিকার কোথায় এবং কারা সেই অধিকার রক্ষায় আন্তরিক।”
তিনি আরও বলেন, বর্তমান সংবিধানে সংসদ সদস্যদের (এমপি) হাত-পা বাঁধা। তারা দলের বাইরে গিয়ে কথা বলতে পারেন না। কৃষকদের স্বার্থবিরোধী কোনো আইন হলেও এমপিরা দলের বাইরে গিয়ে ভোট দিতে পারেন না।
তাসনিম জারা অভিযোগ করেন, বর্তমান সংবিধানে জবাবদিহিতা নিশ্চিত করার ব্যবস্থা অত্যন্ত দুর্বল। জনগণের কাছে দায়বদ্ধতা প্রতিষ্ঠার জন্য সংবিধানে মৌলিক সংস্কার প্রয়োজন। তিনি বলেন, ‘সংবিধান সংস্কার ছাড়া প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। জনগণের অধিকার ও কৃষকদের স্বার্থ রক্ষায় রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল হতে হবে।’
সভায় জাতীয় কৃষক শক্তির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ এনসিপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।