সিলেট: ‘ইন্টার্নশিপ একটি সেতু, এ সময়টিই একজন শিক্ষার্থীকে ভবিষ্যৎ দক্ষ ডাক্তার হিসেবে গড়ে তোলে,’ বলে মন্তব্য করেছেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডা. ইসমাইল হোসেন পাটোয়ারী।
শুক্রবার (১৪ নভেম্বর) রাতে সিলেট নগরীর আমান উল্লাহ কনভেনশন সেন্টারে ইন্টার্ন চিকিৎসক রিসিপশন (২০২৫) অনুষ্ঠানে এসব কথা বলেন।
উপাচার্য ডা. ইসমাইল হোসেন পাটোয়ারী বলেন, ‘একজন সফল চিকিৎসকের জন্য তিনটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ—নলেজ, স্কিল এবং এটিচিউড। প্রথমত, নলেজ আপডেট রাখা জরুরি। দ্বিতীয়ত, স্কিল ডেভেলপমেন্ট—যা ইন্টার্নশিপের সময় সবচেয়ে কার্যকরভাবে অর্জন করা যায়। এ সময়ই শিক্ষার্থীদের সিদ্ধান্ত নিতে হবে কোন বিষয়ের পথে হাঁটবেন। মেডিসিনে মেজর-মাইনর বলে কিছু নেই; প্রতিটি বিষয়ই গুরুত্বপূর্ণ।’

ইন্টার্ন রিসেপশন অনুষ্ঠানে উপস্থিত সকলে।
এটিচিউডকে তিনি চিকিৎসক জীবনের সবচেয়ে শক্তিশালী দিক হিসেবে উল্লেখ করে বলেন, ‘সিমপ্যাথি এবং এমপ্যাথি—দুটিই একজন চিকিৎসকের অপরিহার্য গুণ। রোগীকে সন্তুষ্ট করতে হলে এই মনোভাব থাকা প্রয়োজন। আমরা অনেক সময় অনেক কাজ করেও রোগীর সাধুবাদ পাই না, এর মূল কারণ এটিচিউড।’
তিনি আরও বলেন, ইন্টার্নশিপের সময় শেখা প্রতিটি স্কিল ভবিষ্যতে একক সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করবে। তাই এই সময়টিকে সর্বোচ্চ কাজে লাগানোর আহ্বান জানান তিনি।
নৈতিকতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘মুসলিম হিসেবে আমাদের প্রতিটি কাজে জবাবদিহির বিশ্বাস থাকতে হবে। ন্যায়-অন্যায় বুঝে চলতে পারলেই কোনো চিকিৎসক কখনো পিছিয়ে পড়বেন না।’
ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে পাঁচ মেডিক্যাল কলেজের সদ্য এমবিবিএস পাস করা চার শতাধিক নবীন চিকিৎসকদের নিয়ে এ রিসিপশন প্রোগ্রামের আয়োজন করা হয়।
এনডিএফ সিলেট শাখার সভাপতি প্রফেসর ডা. ফজলুর রহিম কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. ইসমাইল পাটোয়ারী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন এনডিএফের কেন্দ্রীয় সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ইবনে সিনা মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. সাজেদ আব্দুল খালেক।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ডা. মো. জাহেদ হোসাইন ও ডা. মো. সোহেল।
বিশেষ অতিথির বক্তব্য দেন এনডিএফ কেন্দ্রীয় সহ-সভাপতি (সিলেট বিভাগ) ডা. আবুল হাশেম চৌধুরী, এনডিএফ (সিওমেক) সভাপতি ডা. খালেদ মাহমুদ, এনডিএফ সিলেটের প্রধান উপদেষ্টা এবং সিলেট জেলা জামায়াতের আমির ও সিলেট ১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা হাবিবুর রহমান।
ইন্টার্ন চিকিৎসক রিসিপশন প্রোগ্রামে বিষয়ভিত্তিক আলোচনা বিল্ডিং ক্লিনিক্যাল কনফিডেন্স নিয়ে আলোচনা করেন ডা. মুহিবুর রহমান ও মেডিকেল ক্যারিয়ার ডেভেলপমেন্ট বিষয়ক আলোচনা করেন ডা. আব্দুর রউফ মুন্না।