Saturday 15 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেত্রকোনায় সিলিন্ডারের দোকানে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৫ দোকান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ নভেম্বর ২০২৫ ১০:১৩

আগুনে পুড়ে যাওয়া দোকান।

নেত্রকোনা: নেত্রকোনার মোহনগঞ্জে উপজেলাধীন বিরামপুর বাজারে গ্যাস সিলিন্ডারের দোকানে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। এ ঘটনায় ৫টি দোকান পুড়ে গেছে।

শুক্রবার রাতে মোহনগঞ্জ উপজেলার বড়কাশিয়া বিরামপুর ইউনিয়নের বিরামপুর বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে।

এলাকাবাসীরা জানান, খুব অল্প সময়ের মধ্যে এ অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ও এলাকার লোকজন মিলে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এরই মাঝে ভস্মীভূত হয়ে পড়েছে ৫টি দোকান ও তার মালামাল। দোকানগুলোর মধ্যে ছিল, তেল, গ্যাস সিলিন্ডার, চাল, ডাল, মশলা ও কাপড়। ভুক্তভোগী ব্যবসায়ীরা হলেন, রিপন মিয়াশাহীন মিয়া, বাবলু, শহীদ, হৃদয় ।

বিজ্ঞাপন

পুলিশ, ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বিরামপুর বাজারে বাজারের ব্যবসায়ী শাহীন মিয়ার গ্যাস সিলিন্ডারের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। পরবর্তীতে গ্যাসের সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে আগুন ভয়াবহ আকার ধারণ করে। স্থানীয় ফায়ার সার্ভিস এক ঘণ্টা তৎপরতা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

ভুক্তভোগী ব্যবসায়ী শাহীন মিয়া জানান,এত অল্প সময়ের মধ্যে এত বড় ঘটনা ঘটবে কেউ ভাবতেও পারেনি। পাঁচটি দোকান ও তার মালামাল পুড়ে অন্তত ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আর্থিক সহযোগিতা না পেলে ক্ষতিগ্রস্তদের ব্যবসা বন্ধ হয়ে যাবে।

মোহনগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. কামরুজ্জামান সুমন জানান, খবর পেয়ে স্থানীয় তিনটি ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। অন্তত এক ঘণ্টা তৎপরতা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে।

মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।