ঢাকা: সারাদেশের মতো রাজধানী ঢাকাতেও বইতে শুরু করেছে শীতের হাওয়া। শনিবার (১৫ নভেম্বর) সকাল থেকে নগরজুড়ে অনুভূত হচ্ছে হালকা ঠাণ্ডা আর সামান্য কুয়াশা। দিন শুরুর আগে শেষ রাত থেকেই শীতের পরশ স্পষ্ট হয়ে ওঠে।
আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, সকাল ৬টায় ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৮ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ৮৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত হয়নি।
ঢাকা ও আশপাশের এলাকার জন্য সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে সারাদিনই আবহাওয়া শুষ্ক থাকবে। উত্তর ও উত্তর–পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়।
এদিকে শুক্রবার রাতের সারাদেশের পূর্বাভাসেও একই চিত্র পাওয়া গেছে। দেশের কোথাও গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়নি। এ সময় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে কক্সবাজারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তেঁতুলিয়া ও চুয়াডাঙ্গায় ১৪ ডিগ্রি সেলসিয়াস।