চাঁপাইনবাবগঞ্জ: ‘প্রতিবেশী দেশেকে আমাদের ওপর দাদাগিরি বন্ধ করতে হবে’- বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (১৫ নভেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের রেহাইচর এলাকায় মহানন্দা নদীতে রাবার ড্যাম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
এসময় তিনি আরও বলেন, ‘ইচ্ছে করলেই প্রতিবেশী দেশ আমাদের সঙ্গে সম্পর্ক রাখতে পারে। যেহেতু তারা ১৯৭১ সালে আমাদের সহযোগিতা করেছিল, তাই তারা এখন বাংলাদেশকে আরও সহযোগিতা করতে পারে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা বিগত সরকারের আমলে তা করেনি। উল্টো তারা আমাদের দেশকে নানাভাবে বিপদে ফেলেছে।’
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বিগত সরকার বিভিন্ন সময়ে ভারতে দেনদরবার করতে গেছে, স্বামী-স্ত্রীর সম্পর্কের কথা বলেছে। এভাবে তারা দুই দেশের সম্পর্ক নিচে নামিয়ে দিয়েছে। কিন্তু, মর্যাদার সম্পর্ক রাখতে হবে, দেশের স্বার্থ আগে দেখতে হবে।’
এসময় পদ্মা নদীর অববাহিকায় পানির নায্য হিস্যার দাবিতে সামাজিক আন্দোলন ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। নির্বাচিত সরকার আসলে দাবি আদায় করা সহজ হবে বলেও মন্তব্য করেন তিনি।