Saturday 15 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাফাখুম জলপ্রপাতে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ নভেম্বর ২০২৫ ১৪:১৭

নিখোঁজ পর্যটক মো. ইকবাল হোসেন।

বান্দরবান: বান্দরবানের থানচি উপজেলার পর্যটন কেন্দ্র নাফাখুম জলপ্রপাতে গোসল করতে নেমে এক পর্যটকক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ পর্যটকের নাম মো. ইকবাল হোসেন (২৪)। তিনি ঢাকার ডেমরার সারুরিয়ার রসুলনগর গ্রামের মফিজুর ইসলামের ছেলে।

শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় পর্যটন কেন্দ্র নাফাখুম জলপ্রপাতে ঢাকা ডেমরা থেকে আগত ১৭ জনের একটি পর্যটক দল গোসল করতে নামে। পরে তাদের মধ্যে নিখোঁজ হন ইকবাল।

শনিবার (১৫ নভেম্বর) সকালে পাঁচজনের আরেক পর্যটক দল থানচি সদরে এসে থানা পুলিশ ও উপজেলা প্রশাসনকে বিষয়টি অবহিত করেন।

এরপর প্রশাসনিক কর্মকর্তা, বিজিবি, পুলিশ ও ফায়ার ডিফেন্স কর্মকর্তারা নিখোঁজকে উদ্ধারে দুপুর ১২টার দিকে নাফাখুমের উদ্দেশে যাত্রা করে।

বিজ্ঞাপন

থানচি ফায়ার ডিফেন্সের কর্মকর্তা রাশেদুর রহমান মৃদা বলেন, ‘পর্যটন কেন্দ্র নাফাখুম জলপ্রপাত ও রেমাক্রী খালের পানির প্রবাহ বেশি, তাই চট্টগ্রাম হেডকোয়ার্টার থেকে দুইজন ডুবুরি পৌঁছাতে সময় লাগছে। এরা আসলে আমরা দুইটি ইউনিট রওনা দেব।’

থানচি থানা অফিসার ইনচার্জ (ওসি) নাছির উদ্দিন মজুমদার বলেন, ‘নাফাখুম জলপ্রপাত প্রশাসনিকভাবে যাতায়াতে নিষিদ্ধ রয়েছে। কীভাবে ওই পর্যটন কেন্দ্রে এসব পর্যটকরা গেলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়াও, নিখোঁজ পর্যটককে উদ্ধারে পুলিশ, বিজিবি, ফায়ার ডিফেন্স ও প্রশাসনিক কর্মকর্তাদের সমন্বয়ে নাফাখুম জলপ্রপাতে পাঠানো হয়েছে।’

নিখোঁজ পর্যটককে উদ্ধার চেষ্টা চলছে বলে জানিয়েছেন থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল।

তিনি জানান, শুক্রবার আলীকদম-থানচি সড়কের তিন্দু গ্রোপিংপাড়া দিয়ে ১৭ জনের একটি দল প্রশাসনের তথ্য কেন্দ্রে নিবন্ধন বা রেজিস্ট্রার না করে নিষেধাজ্ঞার আওতায় থাকা পর্যটন কেন্দ্র নাফাখুম জলপ্রপাতে গিয়েছে। সেখানে এ দুর্ঘটনা ঘটেছে।