Saturday 15 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইঞ্জিনচালিত ট্রলির ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৫ নভেম্বর ২০২৫ ১৪:৩১

প্রতীকী ছবি।

পাবনা: পাবনা সদর উপজেলার তারাবাড়ীয়ায় ইঞ্জিনচালিত ট্রলির ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের। শনিবার (১৫ নভেম্বর ) সকালে পাবনা সদর উপজেলার তারাবাড়িয়া বাজারে এই ঘটনা ঘটে।

নিহত ভ্যানচালক আহম্মদ আলী শেখ (৫৫) সদর উপজেলার তারাবাড়িয়া পশ্চিম পাড়ার মৃত কাদের শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চর-তারাপুর বাজারের ফরিদের মোটর সাইকেল মেকানিকের দোকানের সামনে রাস্তার পাশে ভ্যান নিয়ে বসে থাকা অবস্থায় দুবলিয়া দিক হতে সুজানগরগামী ইট বোঝায় ইঞ্জিনচালিত ট্রলি ওই ভ্যানকে ধাক্কা দিলে ভ্যানচালক আহম্মদ আলী শেখ মারাত্মক আহত হলে প্রথমে তাকে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে পরে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

বিজ্ঞাপন

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সারাবাংলা/জিজি