Saturday 15 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির উপজেলা সভাপতি বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৫ নভেম্বর ২০২৫ ১৫:২৬

পোরশা উপজেলা বিএনপির সভাপতি মোজাম্মেল শাহ চৌধুরী। ছবি: সারাবাংলা

নওগাঁ: দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মিথ্যা প্রচারণার অভিযোগে নওগাঁর পোরশা উপজেলা বিএনপির সভাপতি মোজাম্মেল শাহ চৌধুরীকে সাময়িকভাবে দল থেকে বহিষ্কার করেছে নওগাঁ জেলা বিএনপি।

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে সভাপতি পদ স্থগিত, দল থেকে বহিষ্কার ও আজ হতে দলের সকল কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য এবং দলের সকল নেতাকর্মী অঙ্গ ও সহযোগী সংগঠনের সঙ্গে দলীয় কোনো প্রকার যোগাযোগ না করার জন্যও তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।

বহিষ্কারের বিষয়ে জানতে চাইলে পোরশা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোজাম্মেল শাহ চৌধুরী বলেন, ‘আমার নামে যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। আমি দলের শীর্ষ নেতাদের সম্পর্কে কোনো মিথ্যাচার করিনি। কিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ডা. জাহিদের সঙ্গে নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের একটি ছবি দেখি। ছবিতে মোস্তাফিজুর রহমানকে ডা.জাহিদের হাতে কিছু দিতে দেখা যায়। সেই ছবি দেখে আমি বলেছিলাম টাকার বিনিময়ে তাহলে দলীয় মনোনয়ন দেওয়া হচ্ছে। নওগাঁ জেলা বিএনপি আমাকে যে বহিষ্কার করেছে, তা তারা করতে পারে না। বহিষ্কার করার ক্ষমতা একমাত্র কেন্দ্রের হাতে।’

বিজ্ঞাপন

নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন বলেন, ‘দলের সাংগঠনিক কাঠামো মেনেই তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্র যদি আমাদেরকে এ বিষয়ে কোনো নির্দেশ দেয় তাহলে আমরা সে অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেব।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর