Saturday 15 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৫ নভেম্বর ২০২৫ ১৫:৩৭

হাতেম আলী কলেজ চৌমাথা এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা। ছবি: সারাবাংলা

বরিশাল: ‎ছাঁটাই করা শ্রমিকদের পুনর্বহালসহ দুই দফা দাবিতে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করেছেন অপসো স্যালাইন ফার্মার শ্রমিকরা। শনিবার (১৫ নভেম্বর) দুপুর ১২টা থেকে বরিশাল নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

‎অবরোধের কারণে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। চোখে পড়েছে সড়কের দুই প্রান্তে যানবাহনের দীর্ঘ লাইন। ভোগান্তিতে পড়তে হয়েছে শতশত যাত্রীকে। ঘটনাস্থল ঘিরে রেখেছেন পুলিশ বাহিনীর সদস্যরা।

‎এদিকে শ্রমিকদের মহাসড়ক অবরোধ কর্মসূচিতে সংহতি জানিয়ে অংশ নিয়েছেন বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন, বাসদ বরিশাল জেলা সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তীসহ বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতারা।

বিজ্ঞাপন

‎শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে তারা ও অপসো স্যালাইন ফার্মা লিমিটেডে শ্রম দিয়ে আসছেন। প্রথমে দৈনিক বেসিক রুলে প্রতিদিন ২২০ টাকার হাজিরায় কাজ করার পর প্রতিষ্ঠানটি তাদের মাস্টাররোলে অন্তর্ভুক্ত করে। কিন্তু মাত্র এক বছরের মাথায় হঠাৎ করেই ৫৭০ জন শ্রমিককে বিনা নোটিশে চাকরি থেকে ছাঁটাই করা হয়। এতে শ্রমিকদের জীবন হুমকির মুখে পড়েছে।

‎ছাঁটাই হওয়া শ্রমিকরা অভিযোগ করে বলেন, এ সিদ্ধান্ত সম্পূর্ণ পরিকল্পিত এবং শ্রমিক স্বার্থবিরোধী। তারা আরও বলেন, ‘আমাদের ছাঁটাই করে কোম্পানি নতুনভাবে ১২০০ শ্রমিক নিয়োগের উদ্যোগ নিচ্ছে। এটা স্পষ্টভাবে আমাদের সঙ্গে অন্যায় ও ষড়যন্ত্র।’

‎আন্দোলনে অংশ নেওয়া শ্রমিক মো. মিজানুর রহমান জানান, তারা ১৭ দিন ধরে আন্দোলন করছেন। এরআগে জেলা প্রশাসন এবং শ্রম অধিদফতরের উদ্যোগে তাদের দাবির বিষয় নিয়ে বৈঠক হয়েছে। কিন্তু অপসোনিন ফার্মা কর্তৃপক্ষ তাদের দাবি মেনে নিচ্ছে না। চাকরিচ্যুত করার এক মাস আগে অপসো স্যালাইন ফার্মায় একটি শ্রমিক ইউনিয়ন অনুমোদন হয়। এ কারণেই তাদের চাকরিচ্যুত করা হয়েছে। ছাঁটাইকৃতদের পুনর্বহালের আগপর্যন্ত সংগ্রাম চলবে বলে জানিয়েছেন তিনি।

‎বাসদনেত্রী ডা. মনীষা চক্রবর্তী বলেন, সম্পূর্ণ অযৌক্তিক এবং অন্যায়ভাবে ৫৭০ জন শ্রমিককে একযোগে ছাঁটাই করা হয়েছে। দীর্ঘদিন ধরে শ্রমিকদের আন্দোলন চললে শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল করেনি এবং তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করেনি। শ্রমিকদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলে জানিয়েছেন তিনি।

‎বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান জানান, চাকরিতে পুনর্বহালের দাবিতে অপসো স্যালাইন ফার্মা শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছেন। এ কারণে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর