Saturday 15 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিরোজপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, দুই পুলিশ সদস্য ক্লোজড

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৫ নভেম্বর ২০২৫ ১৬:১০ | আপডেট: ১৫ নভেম্বর ২০২৫ ১৭:৩৩

ছবি: সংগৃহীত

পিরোজপুর: পিরোজপুর কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে অবস্থিত ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ অগ্নিসংযোগ করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। শনিবার (১৫ নভেম্বর) ভোররাতে দাহ্য পদার্থ ব্যবহার করে এ ন্যক্কারজনক ঘটনাটি ঘটে। এতে স্মৃতিস্তম্ভের একটি অংশ পুড়ে গেছে।

ঘটনার বিষয়টি নিশ্চিত করে পিরোজপুরের পুলিশ সুপার (এসপি) খান মোহাম্মদ আবু নাসের জানান, অগ্নিসংযোগের সময় দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্যের অবহেলা পাওয়ায় তাদের পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এসপি আরও জানান, অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় মামলা দায়েরের কার্যক্রম চলছে। জড়িতদের শনাক্ত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপন

এদিকে অগ্নিসংযোগের খবর ছড়িয়ে পড়লে বিএনপি, জামায়াত, ছাত্রজনতাসহ সাধারণ মানুষ ঘটনাস্থলে জড়ো হন। তারা এ ঘটনাকে নিন্দনীয় উল্লেখ করে দ্রুত দোষীদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

ঐতিহাসিক স্মৃতি বহনকারী এ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় জেলার সাংস্কৃতিক অঙ্গনেও চরম ক্ষোভ বিরাজ করছে। প্রশাসন বলেছে, এ ধরনের নাশকতা যেকোনো উপায়ে প্রতিহত করতে দৃঢ় অবস্থানে রয়েছেন তারা।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর