Saturday 15 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাওনা ‘১২০০ টাকা’ চাওয়ায় মোবাইল মেকানিক খুন

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ নভেম্বর ২০২৫ ১৭:০৩ | আপডেট: ১৫ নভেম্বর ২০২৫ ১৮:৫০

মোবাইল মেকানিক খুনের ঘটনায় গ্রেফতার তিন আসামি। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে মোবাইল মেকানিক আকাশ ঘোষকে খুনের ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর র‌্যাব জানিয়েছে, মোবাইল সার্ভিসিংয়ের পাওনা ১২০০ টাকা চাওয়ায় তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) রাতে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা ও নগরীর কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গ্রেফতার তিনজন হলেন- মো. সানি (২৪) ও তার ভাই মো. ইউসুফ (৩৫) এবং শাকিল আলম ফয়সাল (২৬)। সানি ও ইউসুফের বাসা নগরীর এনায়েত বাজার ও শাকিলের বাসা নন্দনকানন এলাকায়। এদের মধ্যে সানি হত্যাকাণ্ডের ঘটনায় মূল অভিযুক্ত।

বিজ্ঞাপন

খুনের শিকার আকাশ ঘোষ (২৬) নগরীর কোতোয়ালি থানার এনায়েত বাজার গোয়ালপাড়া পুকুর পাড় এলাকার বাসিন্দা ভুল ঘোষের ছেলে। গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে গোয়ালপাড়ায় নিজ বাসার কাছে আকাশকে ছুরিকাঘাতে খুন করা হয়। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ হত্যাকাণ্ডের পর একজনকে গ্রেফতার করেছিল।

তিন আসামিকে গ্রেফতারের পর শনিবার (১৫ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে র‌্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্প প্রধান লেফটেন্যান্ট কমান্ডার মো. তাওহিদুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের পরপর সানি চন্দনাইশ উপজেলার রওশন হাটে তার মামার বাড়িতে আত্মগোপনে চলে গিয়েছিলেন। সেখান থেকে রাতে তাকে গ্রেফতার করা হয়। তার ভাই ইউসুফকে নগরীর চৈতন্যগলি ও শাকিলকে রিয়াজউদ্দিন বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।

এছাড়া, হত্যাকাণ্ডের পর ফেলে দেওয়া ছুরিটি নগরীর রিয়াজউদ্দিন বাজার উকিল বাড়ি জামে মসজিদসংলগ্ন একটি নালা থেকে উদ্ধার করা হয়েছে।

হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে র‌্যাব কর্মকর্তা তাওহিদুল বলেন, ‘আকাশ পেশায় মোবাইল মেকানিক। একমাস আগে সানি আকাশের কাছে গিয়ে তার মোবাইলের ডিসপ্লে পরিবর্তন করে। এজন্য আকাশ দেড় হাজার টাকা চেয়েছিল। সানি তখন ৩০০ টাকা দিয়ে বাকি টাকা পরবর্তী সময়ে দেওয়ার কথা বলেছিল। পরে পাওনা ১২০০ টাকার জন্য আকাশ সানিকে কয়েকবার চাপ দেয়। এতে সানি ক্ষুব্ধ হয়ে তাকে খুনের পরিকল্পনা করে। ঘটনার রাতে টাকা দেওয়ার কথা বলে আকাশকে ডেকে নিয়েছিল সানি। এ সময় প্রথমে তাকে মারধর ও পরে সহযোগীদের নিয়ে ছুরিকাঘাতে খুন করে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর