Saturday 15 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ার নির্বাচনি লড়াইয়ে ১৪ এনসিপি নেতা

স্পেশাল করেসপডেন্ট
১৫ নভেম্বর ২০২৫ ১৬:১৯ | আপডেট: ১৫ নভেম্বর ২০২৫ ১৭:৩৩

ছবি: সারাবাংলা

বগুড়া: বগুড়ার নির্বাচনি মাঠ কাঁপাতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ১৪ নেতা নির্বাচনি লড়াইয়ে নেমেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে ইতিমধ্যে বগুড়ার সাত সংসদীয় আসনে ১৪ নেতা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। নিজেদের পরিচয় তুলে ধরতে তারা নিজ আসনে ভোটারদের কাছে ছুটছেন, করছেন শুভেচ্ছা বিনিময়, চাইছেন দোয়া। তারা বলছেন, ‘রাজনীতি আমাদের কাছে ক্ষমতা নয়, বরং সেবার মাধ্যম। আমরা চাই বগুড়ার প্রতিটি মানুষ যেন উন্নয়নের সুফল পান।’

জানা যায়, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় বগুড়ার সংসদীয় সাত আসনে ১৪ নেতা দলীয় মনোনয়ন ফরম উত্তোলন করেন। একইদিন ছিল এনসিপির দলীয় মনোনয়ন ফরম বিক্রির শেষ দিন। এরআগে গত ৬ নভেম্বর তারা মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। আগামী ১৫ নভেম্বর তাদের প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

বিজ্ঞাপন

দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণ, বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠাসহ আদর্শ রাষ্ট্র গঠনের অঙ্গীকার নিয়ে তারা নির্বাচনী মাঠে নামছেন। আগামী দিনে তরুণদের কর্মসংস্থান নিশ্চিত, সুশাসিত সমাজ প্রতিষ্ঠা এবং মানুষ যেন উন্নয়নের সুফল পায় সেই লক্ষ্য নিয়ে বগুড়ার সাত সংসদীয় আসনে এনসিপির ১৪ নেতা দলীয় মনোনয়ন তুলেছেন।

এরমধ্যে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী সাইফুল ইসলাম বুলবুল, স্থানীয় নেতা গোলাম রাব্বী হাসান (ফুলবাবু), রাকিবুল সানি, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে উপজেলা প্রধান সমন্বয়কারী জাহাঙ্গীর আলম, বগুড়া-৩ (আদমদিঘী-দুপচাঁচিয়া) আসনে জেলা কমিটির সদস্য অ্যাডভোকেট ইজাজ আল ওয়াসী জ্বিম, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে ইঞ্জিনিয়ার সারোয়ার হোসেন রনি ও মো. সৈকত আলী, বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে ড. মেহেরুল আলম মিশু, জেলা যুবশক্তি কমিটির সদস্য সচিব ইয়াসিন আলী হিমেল, খোকন মাহমুদ, বগুড়া-৬ (সদর) আসনে ডা. মো. এনামুল হক বাবু বিশ্বাস, ডা. আবদুল্লাহ আল সানী, মেহেদুল হাসান স্বপন এবং মুফতি আনাস খান।

এদিকে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে দলটির জেলা যুগ্ম সমন্বয়কারী রাফিয়া সুলতানা রাফির প্রার্থী হওয়ার কথা থাকলেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই আসনে প্রার্থী হওয়ায় তার সম্মানে তিনি মনোনয়ন ফরম উত্তোলন করেননি।

বগুড়া জেলা এনসিপির নেতাকর্মীরা জানান, বগুড়ার সাত সংসদীয় আসনে ১৪জন সম্ভাব্য প্রার্থী তাদের দলীয় মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। পরে দলের উচ্চ ফোরামে এসব প্রার্থীর প্রার্থিতা বিষয়ে যাচাই-বাছাই শেষে একক প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর