বগুড়া: বগুড়া লেখক চক্রের কবি সম্মেলনের তারিখ ও পুরস্কার ঘোষণা করা হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) বেলা ১২টায় বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক।
কবি সম্মেলনে ছয় জনকে এবছর পুরস্কার প্রদান করা হবে। পুরস্কারপ্রাপ্তরা হলেন- কবিতায় মাসুদার রহমান, কথাসাহিত্যে আনিফ রুবেদ, প্রবন্ধ সাহিত্যে সৈকত হাবিব, লিটল ম্যাগাজিন সম্পাদনায় ‘জলছবি’ সম্পাদক জামসেদ ওয়াজেদ, সাংবাদিকতায় মতিউল ইসলাম সাদি এবং শিশুসাহিত্যে হাসনাত আমজাদ। আগামী ২৮-২৯ নভেম্বর বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। যেখানে দুই শতাধিক কবি সাহিত্যিক, লিটল ম্যাগাজিনকর্মীরা অংশ নেবেন।
সংবাদ সম্মেলনে কবি ইসলাম রফিক বলেন, “বগুড়া লেখক চক্র বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি সাহিত্য সংগঠন। ‘সংস্কৃতি জনগণের সম্পদ’ এই স্লোগানকে ধারণ করে দীর্ঘ ৩৭ বছর ধরে কাজ করে যাচ্ছে বগুড়া লেখক চক্র। মূলত সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এই আয়োজন করা হয়ে থাকে। প্রতিবছরের মতো এবারও বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে আগামী ২৮-২৯ নভেম্বর দুই দিনব্যাপী কবি সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে বাংলাদেশের দুই শতাধিক কবি-সাহিত্যিক, লিটল ম্যাগাজিন কর্মীদের আমন্ত্রণ জানানো হবে।’
তিনি জানান, ২৮ নভেম্বর সকাল ১০টায় কবি সম্মেলনের উদ্বোধন করবেন বগুড়া জেলা বিএনপি’র সভাপতি রেজাউল করিম বাদশা এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহা. হাছানাত আলী। সম্মেলনের দ্বিতীয় দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক বিশিষ্ট কবি রেজাউদ্দিন স্টালিন।
ইসলাম রফিক আরও জানান, সম্মেলনে বাংলা একাডেমির বইয়ের স্টলসহ অন্যান্য স্টল থাকবে, থাকবে পিঠার স্টল। এছাড়াও সম্মেলন উপলক্ষ্যে সংগঠনের মুখপত্র ‘ঈক্ষণ’, দু’টি সেমিনার পেপার, পুরস্কারপ্রাপ্তদের জীবন ও কর্ম নিয়ে ‘পুণ্ডনগর’ নামে একটি স্যুভেনির এবং বেড়ে ওঠার কাগজ ‘নিওর’ প্রকাশিত হবে। কবি সম্মেলনের দ্বিথীয় দিন অর্থাৎ ২৯ নভেম্বর বেলা ১২ টায় প্রতিবছরের মতো এছরও স্ব স্ব ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে ছয় জন বিশিষ্ট ব্যক্তিকে ‘বগুড়া লেখক চক্র পুরস্কার ২০২৫’ দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত- ছিলেন বগুড়া লেখক চক্রের উপদেষ্টা কবি-সম্পাদক প্রফেসর মুহম্মদ শহীদুল্লাহ, সংগঠনের সহ-সভাপতি কবি হাবীবুল্লাহ জুয়েল, সাধারণ সম্পাদক আব্দুর রাজজাক বকুল, সাবেক সাধারণ সম্পাদক কবি আমির খসরু সেলিম, সহ-সাধারণ সম্পাদক এস এম আনিছুর রহমান, গণসংযোগ সম্পাদক অনন্য রাসেল, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম রনজু, আসর পরিচালনা সম্পাদক কবি আবু রায়হান, নির্বাহী সদস্য মাহাবুব টুটুল, কবি সিকতা কাজল, কবি শাকিবুল শাকিল, কবি মাহফুজ সুইট, রনজু ইসালামসহ সংগঠনের অন্যান্যরা। এছাড়াও বগুড়া সাংস্কৃতিক ফোরামের আহবায়ক ও ইয়ূথ কয়্যারের প্রতিষ্ঠাতা তৌফিকুল আলম টিপু ও আহবায়ক কমিটির সদস্য নাট্যকর্মী কবির রহমান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সাহিত্য-সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ১৯৮৯ সাল থেকে বগুড়া লেখক চক্র পুরস্কার প্রথার প্রবর্তন করা হয়। বগুড়ায় এই কবি সম্মেলন সফলে তিনি জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সাংবাদিক, সুধীজনসহ সকলের সহযোগিতা কামনা করেন।