Saturday 10 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটে নিজ বাসায় ঝুলছিল মেডিকেল শিক্ষার্থীর মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ নভেম্বর ২০২৫ ১৭:১৭

জালালাবাদ থানা।

সিলেট: সিলেটে নিজ বাসা থেকে মেডিকেল কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জালালাবাদ থানাধীন করেরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত প্রিয়া শর্মা (২২) জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিকেল কলেজের এমবিবিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও অমৃকা রঞ্জন শর্মার মেয়ে।

পুলিশ জানায়, সকালে প্রিমা শর্মাকে সকালে নিজ কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনরা। পরে তাকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে জালালাবাদ থানার এসআই অনুপ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর