Saturday 15 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিংড়ায় ৩১ দফা বাস্তবায়নে ইউসুফ আলীর উঠান বৈঠক

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৫ নভেম্বর ২০২৫ ১৭:৪৮

বক্তব্য দিচ্ছেন বিএনপি নেতা ব্যারিস্টার ইউসুফ আলী। ছবি: সারাবাংলা

নাটোর: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে নাটোরের সিংড়ায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) বিকেল ৫টায় উপজেলার ছাতারদিঘী ইউনিয়নের পাওটা বাজারে স্থানীয় বিএনপির আয়োজনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সিংড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার ইউসুফ আলী।

মো. বাবলু প্রাংয়ের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সদস্য বিশিষ্ট শিল্পপতি মো. আমিনুল ইসলাম কুহেল।

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক শরিফুল হাসান মৃধা, পৌরসভার ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুল ওহাব, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক পান্না সরকার, সিংড়া গোল-ই আফরোজ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মিল্টন আলী প্রমুখ।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর