Saturday 15 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুবর্ণচর প্রেসক্লাবের নতুন সভাপতি কামাল, সম্পাদক বাবলু

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৫ নভেম্বর ২০২৫ ১৭:৫৬

সভাপতি কামাল উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আবদুল বারী বাবলু। ছবি: সংগৃহীত

নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচর প্রেসক্লাবের সাধারণ নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি কামাল উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আবদুল বারী বাবলু নির্বাচিত হন।

শনিবার (১৫ নভেম্বর) সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত প্রেসক্লাব মিলনায়তনে নিরবিচ্ছিন্নভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন সাংবাদিক কামাল উদ্দিন চৌধুরী ও সাংবাদিক আরিফুল ইসলাম সবুজ। মোট ২৪ ভোটারের সবাই ভোট দেন।

গণনা শেষে দেখা যায়, কামাল উদ্দিন চৌধুরী ১৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন এবং আরিফুল ইসলাম সবুজ পান ৯ ভোট। সাধারণ সম্পাদক পদে একক প্রার্থী ছিলেন সাংবাদিক আব্দুল বারী বাবলু। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

বিজ্ঞাপন

নির্বাচনের ফলাফলের সঙ্গে নতুন কার্যকরী কমিটির অন্যান্য পদেও দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন-সিনিয়র সহ-সভাপতি একেএম ইব্রাহিম খলিল উল্যাহ, সহ-সভাপতি হানিফ মাহমুদ, ছানা উল্যাহ ও আরিফুল ইসলাম সবুজ।

সহ-সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সোহেল, জহির উদ্দিন তুহিন ও আরিফুর রহমান। সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. রেদওয়ান হোসেন, অর্থ সম্পাদক মাইন উদ্দিন, দফতর সম্পাদক ইউনুছ শিকদার।

এছাড়া শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক কামাল উদ্দিন,প্রচার ও প্রকাশনা সম্পাদক মহিব উল্যাহ মহিব, ধর্ম বিষয়ক সম্পাদক সাহাব উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক আব্দুল জব্বার আকাশ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইব্রাহিম খলিল শিমুল।

কার্যকরী সদস্য লিটন চন্দ্র দাস, মোহাম্মদ হারুন, মাহমুদুল হাসান, হাবিবুর রহমান রনি, রফিক মাহমুদ ও রাশেদুল ইসলাম।

নির্বাচন কমিশন জানায়, পুরো নির্বাচন প্রক্রিয়া শান্তিপূর্ণ ও স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, ২০০৫ সালে প্রতিষ্ঠিত সুবর্ণচর প্রেসক্লাবে প্রায় ২০ বছর পর প্রথমবারের মতো সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হলো। এতে ভোটারা সরাসরি ব্যালেটের মাধ্যমে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সারাবাংলা/জিজি