কসবা (ব্রাহ্মনবাড়িয়া): রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কুটি চৌমুহনীতে পথসভা করেছে বিএনপি।
শনিবার (১৫অক্টোবর) ১২ টায় কুটি চৌমুহনী ও বিকেল ৩ টায় কসবা পৌর মুক্তমঞ্চে পৌর বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক সচিব এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য আলহাজ্ব মুশফিকুর রহমান।
কুটি চৌমুহনী পথসভায় সভাপতিত্ব করেন কসবা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও কসবা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ভিপি ইকলিল আজম।
বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি মুহাম্মদ ইলিয়াছ ও সহ-সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. নাজমুল হুদা খন্দকার, জেলা ব্রাহ্মনবাড়িয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, কেন্দ্রীয় কৃষকদল নেকা ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নাছির উদ্দিন হাজারী, আখাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান প্রকৌশলী মুসলেহ উদ্দিন, জেলা বিএনপির সদস্য মো. আবু হানিফ।

এক মঞ্চে ব্রাহ্মনবাড়িয়া -৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা। ছবি: সারাবাংলা
স্থানীয় উপস্থিত ছিলেন কসবা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন, বেলায়েত হোসেন হেলাল, অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ, বেনজির আহমেদ রাশু, যুবদল নেতা নাঈম, ছাত্রদল নেতা রাজু আহমেদসহ স্থানীয় বিএনপির নের্তৃবৃন্দ ও নেতাকর্মীরা।
পথসভায় মুশফিকুর রহমান বলেন,‘গত ১৫ বছরে লাখ লাখ মামলায় হাজার হাজার নেতাকর্মী জেলে থাকতে হয়েছে। বিএনপির বন্ধন অটুট রয়েছে। ব্রাহ্মনবাড়িয়া-৪ আসনে বিএনপিতে কোনো অনৈক্য নেই।’