পঞ্চগড়: জাতীয় নারী ফুটবল দলের গোলরক্ষক ফেরদৌসী আক্তার সোনালীর পরিবারে বিশেষ সুবিধা সম্পন্ন দৃষ্টিনন্দন পাকা ঘর করে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক। সেই আশ্বাস রূপ নিয়েছে বাস্তবে। শুরু হয়েছে নতুন ঘর নির্মানের কাজ।
শনিবার (১৫ নভেম্বর) সকালে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়ন বনগ্রামে সোনালীর বাড়িতে গিয়ে নতুন ঘর নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক সাবেত আলী।
চা বাগান শ্রমিকদের জীবনমান উন্নয়নে টেকসই আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় ঘরটি করে দেওয়া হবে। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অফিস যৌথভাবে বাস্তবায়ন করছেন প্রকল্পটি।
এসময় উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, জেলা সমাজসেবা অধিদফতরের উপপরিচালক অনিরুদ্ধ কুমার রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা লায়লা আঞ্জুমান, হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইয়েদ নুর-ই-আলম, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রশিদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বী, হাড়িভাসা ইউনিয়ন বিএনপির সভাপতি জিয়াউল হক জিয়া, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আলিউল ইসলাম প্রমুখ।