Saturday 15 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চগড়ে চা চাষীদের সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৫ নভেম্বর ২০২৫ ১৯:২০

বক্তব্য দিচ্ছেন পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবেত আলী। ছবি: সারাবাংলা

পঞ্চগড়: পঞ্চগড়ে চা শিল্পের অগ্রযাত্রাকে আরও সমৃদ্ধ করতে ছয় শতাধিক চা চাষী নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) দিনভর পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

এদিন সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে সম্মেলনের শুরু হয়। পরে সরকারি অডিটোরিয়ামে আলোচনা সভা ও চায়ের মান উন্নয়ন বিষয়ক কর্মশালা, চা বাগান মালিক সমিতির ওয়েবসাইট ও অ্যাপসের উদ্বোধন করা হয়। সবশেষে ছিল সাংস্কৃতিক পরিবেশনা।

সম্মেলনে বক্তব্য দেন জেলা প্রশাসক সাবেত আলী, চা বোর্ডের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ খান, চা বাগান মালিক সমিতির সভাপতি দিদারুল আলম, সাধারণ সম্পাদক মানিক উদ্দীন, চা চাষী আহসান হাবিব সরকারসহ চা চাষীরা।

বিজ্ঞাপন

এসময় বক্তারা জানান, গত কয়েক বছর ধরে কারখানা মালিকদের সিন্ডিকেটের কারণে দাম না পেয়ে লোকসান গুণতে হচ্ছে চা চাষিদের। কিন্তু গত এক বছরে জেলা প্রশাসনের শক্ত পদক্ষেপ নেওয়ায় ঘুরে দাঁড়ায় সমতলের চা শিল্প। কাঁচা চা পাতার দাম কেজি প্রতি ১৭ টাকা থেকে ৩০ টাকারও বেশি দরে এখন বিক্রি হচ্ছে। ভালো মানের চা তৈরি হওয়ায় নিলাম বাজারে কদর বেড়েছে পঞ্চগড়ের চায়ের। আগামী দিনে চা শিল্পের আরও বিকাশে চা চাষী কারখানা মালিকসহ সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।

সারাবাংলা/জিজি