Saturday 15 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দলের সিদ্ধান্তে একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে: রাগীব রউফ চৌধুরী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ নভেম্বর ২০২৫ ২০:০৭

আয়োজিত মতবিনিময় ও আলোচনা সভা।

কুষ্টিয়া: কুষ্টিয়া-২ (মিরপুর–ভেড়ামারা) আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী বলেছেন, “আমাদের যেসব নেতা প্রার্থী হয়েছেন, প্রত্যেকেই সম্মানিত ও যোগ্য। দলের সিদ্ধান্তেই একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে। ব্যক্তিগত পছন্দ-অপছন্দ নয়, এখন আমাদের একটাই লক্ষ্য ধানের শীষকে বিজয়ী করা।”

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে মিরপুর উপজেলায় রাষ্ট্র কাঠামো সংস্কার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে শ্রমিকদলের উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন।

রাগীব রউফ চৌধুরী আরও বলেন, “জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী প্রত্যেক নেতাকর্মীর দায়িত্ব হলো ধানের শীষের দুর্গ আরও সুদৃঢ় করা। জনগণের সমস্যা ও দাবি-দাওয়া মোকাবিলায় শ্রমিকদলসহ আমরা সবসময় পাশে থাকব……।”

বিজ্ঞাপন

মিরপুর মহিলা ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত মতবিনিময় ও আলোচনা সভার উদ্বোধন করেন জেলা শ্রমিকদলের সভাপতি খ.ম মোখলেচুর রহমা। সভায় সভাপতিত্ব করেন মিরপুর উপজেলা শ্রমিকদলের সভাপতি মামুন। এছাড়া বক্তব্য রাখেন জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান রঞ্জু, মিরপুর উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মুজাম মালিথা, মিরপুর পৌর শ্রমিকদলের আহ্বায়ক আলম খান আলামিনসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

ছবির গল্প নতুন পোশাকে পুলিশ
১৫ নভেম্বর ২০২৫ ১৯:৩৯

আরো

সম্পর্কিত খবর