ঢাকা: রাজধানীর পৃথক ছয়টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে হাতিরঝিলে ককটেল বিস্ফোরণের ঘটনায় একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়। আর কমলাপুর রেলস্টেশনে পাশে কন্টেইনারে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়ায যায়নি।
শনিবার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৫টা থেকে রাত ১০টার মধ্যে এসব ঘটনা ঘটে।
জানা গেছে, রাজধানীর মিরপুরের বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এলাকায়, মিরপুর-১২ মেট্রো স্টেশনের নিচে এবং হাতিরঝিলের মধুবাগ ব্রিজের নিচে, মৌচাক ক্রসিংয়ে ও আগারগাঁও এডিবি ভবনের সামনে ও কমলাপুরে বেশকয়েকটি ককটেল বিস্ফোরণ হয়েছে। তবে কে বা কারা এ সব বিস্ফোরণ ঘটিয়েছে তা জানা যায়নি।
ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের সহকারী কমিশনার (এসি) মো. মিজানুর রহমান বলেন, ‘বিকেল সাড়ে পাঁচটার দিকে বিআরটিএ এলাকায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।’
হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) ফুয়াদ আহমেদ বলেন বলেন, ‘সন্ধ্যা সোয়া ছয়টার দিকে হাতিরঝিলের মধুবাগ ব্রিজের নিচে ককটেল বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়।’
পল্লবী থানা থেকে জানানো হয়েছে, সন্ধ্যা ৭টা ২০ মিনিটে মিরপুর-১২ মেট্রো স্টেশনের নিচে আচমকা ২টি ককটেল বিস্ফোরণ করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে পল্লবী থানা পুলিশ উপস্থিত রয়েছে।
এদিকে, রাত সাড়ে ৯টার পর রাজধানীর কমলাপুর রেলস্টেশনে পাশে কন্টেইনারে আগুনের ঘটনা ঘটে। এ সময় ককটেল বিস্ফোরণও ঘটানো হয় কমলাপুরে।