ফরিদপুর: জেলার ভাঙ্গায় একদিনে ২২ জনকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
এই ২২ জনকে ভাঙ্গা থানা, ভাঙ্গা হাইওয়ে থানা, ভাঙ্গা উপজেলা পরিষদ, ভাঙ্গা উপজেলা নির্বাচন অফিস ভাঙচুর মামলার আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে বলে ভাঙ্গা থানা সূত্রে জানা গেছে। এদের মধ্যে পার্শ্ববর্তী নগরকান্দা উপজেলার দুই ব্যক্তি রয়েছেন।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, ‘গত ১৫ সেপ্টেম্বর নির্বাচনি সীমানা নিয়ে আন্দোলনকে কেন্দ্র করে ভাঙ্গা থানাসহ একাধিক সরকারি অফিস ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় ভাঙ্গা থানায় চারটি মামলা হয়। এ মামলার আসামি হিসেবে পুলিশ গত শুক্রবার (১৪ নভেম্বর) বিকেল থেকে শনিবার (১৫ নভেম্বর) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে ২২ জনকে গ্রেফতার করে।’
উল্লেখ্য, ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ (ভাঙ্গা -সদরপুর -চরভদ্রাসন) আসন থেকে কেটে ফরিদপুর-২ ( নগরকান্দা-সালথা) আসনে অন্তর্ভুক্ত করে নির্বাচন কমিশন। অখণ্ড ভাঙ্গা রক্ষার দাবিতে গত ৫ সেপ্টেম্বর থেকে ভাঙ্গায় আন্দোলন শুরু করে ওই দুই ইউনিয়নের বাসিন্দারা।
এ আন্দোলনে মহাসড়ক ও রেলপথ অবরোধ করার ঘটনা ঘটে। আন্দোলনের এক পর্যায়ে ১৫ সেপ্টেম্বর ভাঙ্গা থানা, ভাঙ্গা হাইওয়ে থানা, ভাঙ্গা উপজেলা পরিষদ ও ভাঙ্গা নির্বাচন অফিস ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় ভাঙ্গা থানায় পরপর চারটি মামলা হয়।