Friday 16 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি নয়, জনগণের আস্থা এখন জামায়াতে ইসলামীতে: তাহের

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
১৫ নভেম্বর ২০২৫ ২৩:৪৬ | আপডেট: ১৬ নভেম্বর ২০২৫ ১০:০৫

জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের।

কুমিল্লা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, বিএনপি বড় দল হলেও বাস্তবে তারা ক্ষমতাসীন সময়ের মতো আজও জনগণের কাছে অজনপ্রিয়, অযোগ্য ও অবিশ্বাসযোগ্য।

তিনি আরও বলেন, ‘সংস্কারকে প্রত্যাখ্যান করা মানে জনগণকে ফের অন্ধকারে ঠেলে দেওয়া। ফ্যাসিবাদের কাছে আত্মসমর্পণ করা। তবে দেশের মানুষ আর সেই পথে হাঁটবে না। বর্তমান সময়ে আস্থার জায়গা বাংলাদেশের জামায়াতে ইসলামী।’

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুনবতী ইউনিয়নের বৃহৎ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘দুর্নীতি, দুঃশাসন ও হিংসার রাজনীতির দিন শেষ। জনগণ আর কখনো দুর্নীতিতে তিনবার চ্যাম্পিয়ন হওয়া দলকে ভোট দেবে না।’

বিজ্ঞাপন

‘জামায়াতের রাজনীতিতে আর কোনো হত্যাকাণ্ড, লুটপাট কিংবা ভীতির রাজনীতি হবে না। সকল ধর্ম-বর্ণ এবং দল-মত নির্বিশেষে সবাই স্বাধীনভাবে রাজনীতি করবে। সনাতন ধর্মাবলম্বীসহ সব ধর্মের মানুষও নিরাপদে বসবাস করবেন।’

তাহের আরও বলেন, ‘আপনারা বিএনপি করতে পারেন, এটা আপনার অধিকার। তবে উন্নয়ন ও শান্তির স্বার্থে দলের চেয়ে ভালো নেতৃত্বকে বেছে নিন। নৌকা, ধানের শীষ নয়—দাঁড়িপাল্লাই হবে শান্তি, ন্যায় ও উন্নয়নের প্রতীক।’

সমাবেশের আগে দুপুর থেকে গুনবতী ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে ব্যানার, ফেস্টুন, জাতীয় পতাকা ও দাঁড়িপাল্লা হাতে মিছিল নিয়ে আসেন জামায়াতের নেতা-কর্মীরা। দীর্ঘ ১৭ বছর পর ইউনিয়নটিতে এটি জামায়াতের অন্যতম বৃহৎ সমাবেশ ছিল।

গুনবতী ইউনিয়ন জামায়াতের আমির মো. ইউসুফ মেম্বারের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন— চৌদগ্রাম উপজেলা জামায়াতের আমির মু. মাহফুজুর রহমান এবং জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের কর্ম পরিষদ সদস্য ভিপি শাহাব উদ্দিন।

বিজ্ঞাপন

যেসব আসনে লড়বে এনসিপি
১৬ জানুয়ারি ২০২৬ ০০:০৪

আরো

সম্পর্কিত খবর