Sunday 16 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিংড়ায় বিএনপি নেতা আনুর ৩১ দফার লিফলেট বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২৫ ১৫:০৮

লিফলেট বিতরণ করছেন আনোয়ারুল ইসলাম আনু।

নাটোর: নাটোরের সিংড়ায় তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ করেছেন ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।

রোববার (১৬ নভেম্বর) দুপুর ১২টায় সিংড়া উপজেলার ছাতারদিঘী ইউনিয়নের কুসুম্বী কালীগঞ্জ বাজারে ৩১ দফার লিফলেট বিতরণ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ইটালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বজলার রহমান বাচ্চু, কলম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক, তাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন, পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মহিদুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আতিকুর রহমান লিটন, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক রফিকুল ইসলাম বুলেট, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদত হোসেন মিন্টু, সিংড়া গোল-ই আফরোজ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান লেমনসহ অন্যান্যরা।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনজে