ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার দেবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষের ভেন্টিলেটর ভেঙে সিলিং ফ্যান চুরির ঘটনা ঘটেছে। বিদ্যালয় কর্তৃপক্ষের ধারণা, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল থেকে রবিবার (১৬ নভেম্বর) সকাল পর্যন্ত কোনো এক সময় চুরি সংঘটিত হয়।
বিদ্যালয়ের শিক্ষক মো. শেকের মিয়া জানান, চুরির ঘটনা ঘটেছে চতুর্থ শ্রেণির ‘খ’ শাখার কক্ষে। এ পর্যন্ত ওই কক্ষ থেকেই মোট চারটি সিলিং ফ্যান চুরি হয়েছে। তিনি বলেন, ‘ভেন্টিলেটরের সামান্য অংশ ভেঙে কীভাবে চুরির ঘটনা ঘটল তা অবাক করার মতো। ফ্যানগুলো ব্যক্তি পর্যায় থেকে সংগ্রহ করা হয়েছিল।’
তিনি আরও জানান, গত তিন মাসে বিদ্যালয়টিতে পাঁচবার চুরি হয়েছে। এর আগে মাল্টিমিডিয়া প্রজেক্টর, বৈদ্যুতিক বাতিসহ বিভিন্ন শিক্ষাসামগ্রী চুরি হয়েছে। এসব ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। নতুন ঘটনাটিও পুলিশকে জানানো হবে বলে জানান তিনি।
বিদ্যালয়জুড়ে ধারাবাহিক চুরি হওয়ায় শিক্ষক ও স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করেছেন।