গাজীপুর: গাজীপুরে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের শিক্ষকরা রোববার (১৬ নভেম্বর) কলেজের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। বিএসএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৩২ থেকে ৩৭তম ব্যাচ পর্যন্ত সকল প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতির দাবিতে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষকরা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন চাকরিতে কর্মরত থাকা সত্ত্বেও যথাসময়ে পদোন্নতি না পাওয়ায় তারা পেশাগত ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দ্রুত পদোন্নতির জন্য প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত ‘নো প্রোমোশন, নো ওয়ার্ক’ কর্মসূচি চলমান রাখার ঘোষণা দেন তারা।
ব্যানারে আরও উল্লেখ করা হয়, যথাযথ মূল্যায়ন ও প্রাপ্য পদোন্নতি থেকে বঞ্চিত হওয়ায় তারা বাধ্য হয়ে এই আন্দোলনে নেমেছেন।
কর্মসূচিতে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন এবং শান্তিপূর্ণভাবে তাদের দাবি তুলে ধরেন।
প্রসঙ্গত, সম্প্রতি সারাদেশের বিভিন্ন সরকারি কলেজে একই দাবিতে শিক্ষকরা নানা প্রতিবাদ কর্মসূচি পালন করছেন।