Saturday 10 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আফ্রিকার অবিশ্বাস্য প্রত্যাবর্তন, নিজের ফাঁদে নিজেই পড়ল ভারত

ফাহিম মাশরুর স্পোর্টস করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২৫ ১৪:৫৭

ইডেনে অবিশ্বাস্য জয় পেল দক্ষিণ আফ্রিকা

ইডেন গার্ডেনসে এরকম কিছু হবে, সেটা মনে হয় পাড় দক্ষিণ আফ্রিকা সমর্থকও কল্পনা করেননি। ম্যাচের তৃতীয় দিনের সকালেও মনে হচ্ছিল, সহজ জয়ে সিরিজে এগিয়ে যাবে ভারত। তবে অবিশ্বাস্য এক প্রত্যাবর্তনে ঐতিহাসিক জয় পেয়েছে সফরকারী দক্ষিণ আফ্রিকা। ইডেনে মাত্র আড়াই দিনের মাথায় ভারতকে ৩০ রানে হারিয়েছে প্রোটিয়ারা। ১৫ বছর পর ভারতের মাটিতে ভারতকে হারাল দক্ষিণ আফ্রিকা।

পুরো ম্যাচেই ছিল বোলারদের দাপট। প্রথমে ব্যাটিংয়ে নেমে দক্ষিণ আফ্রিকা অলআউট হয়েছিল মাত্র ১৫৯ রানে। জবাবে ভারতও খুব বড় স্কোর গড়তে পারেনি। তারা দ্বিতীয় দিনের মাঝপথে গুটিয়ে যায় ১৮৯ রানে। দ্বিতীয় দিনের শেষভাগে দক্ষিণ আফ্রিকাও ধুঁকছিল নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে।

বিজ্ঞাপন

তৃতীয় দিনে আফ্রিকার লিড ১০০ পেরোবে কিনা, সেটাই ছিল বড় প্রশ্ন। তবে টেল এন্ডারদের নিয়ে দলের লিড ১২৩ এ নিয়ে গেছেন অধিনায়ক টেম্বা বাভুমা। তার ৫৫ রানের ইনিংসটিই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিয়েছে।

চোট পাওয়ায় ভারতের হয়ে দ্বিতীয় ইনিংসে মাঠে নামতে পারবেন না অধিনায়ক শুভমান গিল, জানা গিয়েছিল আগেই। ভারত তাই কার্যত ৯ উইকেট নিয়ে ব্যাটিংয়ে নেমেছিল।

১২৪ রান তাড়া করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে ভারতের ব্যাটিং লাইনআপ। ওয়াশিংটন সুন্দর ও আক্সার প্যাটেল ছাড়া আর কেউই লড়াই করতে পারেননি।

২১ রানে ৪ উইকেট নিয়ে একাই প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দিয়েছেন হারমার। শেষ পর্যন্ত ভারত গুটিয়ে গেছে মাত্র ৯৩ রানে।

বিজ্ঞাপন

আরো

ফাহিম মাশরুর - আরো পড়ুন
সম্পর্কিত খবর