Thursday 15 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাতের অস্ত্রোপচার করাতে গিয়ে প্রাণ গেল নারীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২৫ ১৫:১৩

প্রাইম হাসপাতালের অপারেশন থিয়েটারে ওই নারী মারা যান। ছবি: সংগৃহীত

নোয়াখালী: নোয়াখালী পৌরসভার মাইজদী প্রাইম হাসপাতালে ভুল চিকিৎসায় রাবেয়া বেগম (৪৮) নামে এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। রোববার (১৬ নভেম্বর) দুপুরের দিকে নিহতের মেজো ছেলে মো. রাজন হোসেন এমন অভিযোগ করেন।

এর আগে শনিবার (১৫ নভেম্বর) রাতে প্রাইম হাসপাতালের অপারেশন থিয়েটারে ওই নারী মারা যান। মৃত রাবেয়া লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের শেখপুর গ্রামের সর্দার বাড়ির শামছুল হুদার স্ত্রী।

নিহতের ছেলে রাজন হোসেন অভিযোগ করে বলেন, দুই মাস আগে বাড়ির উঠানে পা পিছলে পড়ে বাম হাতের কব্জির ভেঙে যায় তার মায়ের। তাৎক্ষণিক চন্দ্রগঞ্জ ইউনিয়নের এক ডাক্তারের কাছে ভাঙা হাতে প্লাস্টার করা হয়। দুই মাস পর প্লাস্টার খুলে এক্সরে করলে দেখা যায় ভাঙা হাড় জোড়া লাগেনি। এরপর মাইজদীর প্রাইম হসপিটালের ডাক্তার ফরিদুল ইসলামের সঙ্গে ৭৫ হাজার টাকায় মায়ের বাম হাতের ভাঙা স্থানে অস্ত্রোপচারের মাধ্যমে পাত বসানোর চুক্তি হয়। চুক্তি মোতাবেক শনিবার সন্ধ্যায় মাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একই দিন রাত ১২টার দিকে তাকে অপারেশন থিয়েটারে নিয়ে অজ্ঞান করেন অ্যানেসথেসিয়া ডাক্তার গোলাম হায়দার। পরে তার আর জ্ঞান ফেরেনি।

বিজ্ঞাপন

রাজন অভিযোগ করে আরও বলেন, ‘অজ্ঞান করার এক ঘণ্টা পর তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে নানান তালবাহানা করে রাত সাড়ে ৩টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানান আমার মা মারা গেছেন। প্রকৃতপক্ষে আমার মা অজ্ঞান করার কিছুক্ষণের মধ্যেই মারা যান। রোববার সকালে হাসপাতাল থেকে আমাদের জানানো হয় অপারেশন, আইসিইউ ও অ্যাম্বুলেন্সের কোনো খরচ লাগবে না আপনারা মরদেহ নিয়ে যান। হাসপাতাল থেকে আমাকে বলা হয়েছে আমার মায়ের হাইপ্রেশার থাকায় এমন হয়েছে। আবার বলে লোপ্রেশার ছিল এজন্য এমন হয়েছে। রোববার দুপুর ১টার দিকে আমার বড় ভাই ও জেঠা হাসপাতালে এসে সমঝোতা করে মরদেহ নিয়ে গেছেন। কি সমঝোতা হয়েছে সেটা আমি এখনো জানি না।’

এবিষয়ে মাইজদী প্রাইম হাসপাতালের পক্ষে এজিএম শিপন ভুল চিকিৎসার মৃত্যুর অভিযোগ অস্বীকার করে বলেন, ‘অপারেশনের পর রোগীর অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। ডাক্তার রোগীর স্বজনদের বলেছে আপনারা মামলা করার প্রয়োজন মনে করলে করেন।’

এবিষয়ে নোয়াখালী সিভিল সার্জন ডাক্তার মরিয়ম সিমি বলেন, এ ঘটনায় কেউ কোন অভিযোগ করেনি। করলে এ হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

যেসব আসনে লড়বে এনসিপি
১৬ জানুয়ারি ২০২৬ ০০:০৪

আরো

সম্পর্কিত খবর