Sunday 16 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামালপুরে বিএনপির নির্বাচনি কর্মী সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২৫ ১৫:৩৭

বিএনপির নির্বাচনি কর্মী সমাবেশ। ছবি: সারাবাংলা

জামালপুর: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর-৫ সদর আসনের বিএনপি দলীয় প্রার্থী অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন বলেছেন, ‘সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বিগত ১৭ বছর বাংলাদেশকে তার দলীয় সম্পদ বানিয়েছিলেন। আওয়ামী লীগের অপকর্মের বিরুদ্ধে দেশের মানুষ কথা বলতে পারেনি।’

জামালপুর সদরের বাংলাদেশ উচ্চ বিদ্যালয় মাঠে সদর উপজেলা বিএনপি আয়োজিত নির্বাচনি কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সদর উপজেলা বিএনপির সভাপতি মো. সফিউর রহমান সফির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন-জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লোকমান আহমেদ খান লোটন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, পৌর বিএনপির সভাপতি লিয়াকত হোসেন, সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা শ্রমিক দলের সভাপতি শেখ আব্দুস সোবহান, জেলা মহিলা দলের সভাপতি সেলিনা বেগম,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরল মমিন আকন্দ কাউসারসহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

কর্মী সমাবেশে সদরের কেন্দুয়া, মেষ্টা, শাহবাজপুর, তিতপল্লা, রশিদপুর ও দিগপাইত ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উপস্থিত নেতা-কর্মীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর