Sunday 16 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শীতার্তদের জন্য ডিসির ত্রাণ ভান্ডারে ‘আশা’র কম্বল হস্তান্তর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২৫ ১৫:৫৯

জেলা প্রশাসক সুলতানা আক্তারের নিকট কম্বলগুলো হস্তান্তর করেন আশা’র কর্মকর্তারা। ছবি: সারাবাংলা

রাজবাড়ী: দরিদ্র, সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষদের মাঝে বিতরণের জন্য রাজবাড়ীতে জেলা প্রশাসকের ত্রাণ ভান্ডারে ৪০০ কম্বল দিয়েছে আত্মনির্ভরশীল ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান ‘আশা’।

রোববার (১৬ই নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক সুলতানা আক্তারের নিকট কম্বলগুলো হস্তান্তর করেন আশা’র কর্মকর্তারা। এসময় আশা’র এই উদ্যোগের প্রশংসা করেন জেলা প্রশাসক।

কম্বল হস্তান্তর অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শংকর চন্দ্র বৈদ্য, আশা’র সিনিয়র এডিশনাল ডিভিশনাল ম্যানেজার মো. রিয়াজ উদ্দিন, সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার আব্দুল আলীম মিয়া, আর এম রাজবাড়ী সদর মো. তমেজ উদ্দিন, রাজবাড়ী এনজিও ফেডারেশনের সভাপতি ও রাসের নির্বাহী পরিচালক মো. লুৎফর রহমান লাবু উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সিনিয়র এডিশনাল ডিভিশনাল ম্যানেজার মো. রিয়াজ উদ্দিন বলেন, ‘দরিদ্র ও শীতার্ত মানুষের কথা ভেবে প্রতি বছরের মতো এবারও শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেয় আশা। সামাজিক কর্মসূচির অংশ হিসেবে আমরা এবারও রাজবাড়ী জেলা প্রশাসকের ত্রাণ ভান্ডারে ৪০০ কম্বল হস্তান্তর করি, যা শীতার্তদের মাঝে বিতরণ করা হবে। কম্বলগুলো সাধারণ মানুষকে শুধু শীত থেকে রক্ষা করবে না, বরং তাদের জীবনে আশা ও উজ্জ্বলতার আলোকবর্তিকা হিসেবে কাজ করবে।’

সারাবাংলা/জিজি