Sunday 16 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজনৈতিক দলগুলোকে ইসির তিন বার্তা

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২৫ ১৮:৪০ | আপডেট: ১৬ নভেম্বর ২০২৫ ২০:১০

নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ছয়টি দলের সংলাপ।

‎ঢাকা: ‎রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের চলমান সংলাপে তিনটি বার্তা দিয়েছে কমিশন। পেশি শক্তি, পক্ষপাত, ভুয়া তথ্য ছড়ালে ব্যবস্থা নেবে ইসি।

‎রোববার (১৬ নভেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে সংলাপে দ্বিতীয় দিনে রাজনৈতিক দলগুলোকে এ বার্তা দেয় ইসি।

‎এ সময় নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘যারা পেশী শক্তি দেখাবে, তারাই ক্ষতিগ্রস্ত হবে-এটাই ইসির বার্তা। এ ব্যাপারে কোনো ব্যত্যয় হবে না। অপপ্রচার ছাড়ালে তারাই ক্ষতিগ্রস্ত হবে, কর্মকর্তারা পক্ষাপাতদুষ্ট হলে সে বা তারা ক্ষতিগ্রস্ত হবে। এ তিনটি বার্তা ইসির।’

‎ইসির এখতিয়ারের মধ্যে আইনি সংস্কার করার পাশাপাশি বাস্তবায়নের জন্য কাজ করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

‎আত্মসমালোচনার জায়গা থেকে কাজ করার আহ্বান জানিয়ে এ নির্বাচন কমিশনার বলেন, ‘ইসির ভুলের শেষ নেই। আশ্বস্ত করছি- এভুলের যাতে পুনরাবৃত্তি না ঘটে সে লক্ষে কাজ করছি।’

‎পোস্টাল ভোট বিডি অ্যাপ ১৮ নভেম্বর উদ্বোধন করার কথা তুলে ধরে আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, বৈশ্বিকভাবে এটা সহজপদ্ধতিও নয়। এ অভিজ্ঞতাটা খুব সহজ নয়। সর্বশেষ ভারতে ৪ কোটি প্রবাসীর মধ্যে ১ লাখ ১৯ হাজার নিবন্ধন করেছিল। মালয়েশিয়ায় ১৮ লাখ প্রবাসীর মধ্যে নিবন্ধন করাতে পেরেছিল ৫৫ হাজার।

সানাউল্লাহ বলেন, ‘আমাদের ধারণা, আমাদের সমমানের স্টান্ডার্ডের মধ্যে সবাইকে ছাড়িয়ে যাবো আশা করছি। দলগুলোও যেন নিজেদের মধ্যে প্রচারণা চালান যে ভোটের গোপনীয়তা রক্ষা করে নিরপেক্ষতা নিশ্চিত করার।’

‎গোপনীয়তা ভঙ্গ করলে আইনি ব্যবস্থা নেওয়ারও সতর্ক করে দেন তিনি। ভুয়া তথ্য রোধে সবার সহযোগিতা চান এ নির্বাচন কমিশনার।

‎নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘আমরা নতজানু হবো না। আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করার দরকার করছি, ভালো নির্বাচন করার বিকল্প রাস্তা নেই। আপনাদের সহযোগিতা চাই। পোলিং এজেন্ট নিয়োগের বিষয়ে দলগুলো আগে থেকেই এক্সারসাইজ করলে ভালো হবে।’

‎পোলিং এজেন্ট নিয়োগের বিষয়ে ভোটের আগের দিন চূড়ান্ত না করে আগে আগেই তালিকা করে দেওয়ার আহ্বান জানান তিনি।

‎প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, ‘আশা করি, দলগুলোর প্রত্যাশিত সহযোগিতা পাবো। এটা জাতীয় বিষয় সুষ্ঠু নির্বাচন দেওয়া। জাতি হিসেবে আমরা একসাথে কাজ করে কামেয়াব হবো।’

‎তিনি জানান, কোনো আসনে একক প্রার্থী থাকলে সেখানেই শুধু না ভোট হবে। নির্বাচিত হওয়ার পর হলফনামায় গোজামিল থাকলে ব্যবস্থা নেওয়ার বিধান রাখা হয়েছে।

বিজ্ঞাপন
‎সারাবাংলা/এনএল/এনজে
বিজ্ঞাপন

টি-টেন লিগে দল পেলেন তাসকিন
১৬ নভেম্বর ২০২৫ ১৯:৫৯

আরো

সম্পর্কিত খবর