বান্দরবান: জেলার থানচিতে নাফাখুম ঝর্নায় গোসল করতে নেমে নিখোঁজ পর্যটক ইকবাল হোসাইনের (২৫) মরদেহ ৪৮ ঘন্টা পর উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস। রোববার বিকাল ৪টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
থানচি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রাশেদুল ইসলাম মৃধা জানান, শুক্রবার ১২-১৪ জনের একটি পর্যটক দল ঢাকার ডেমরা থানার সারুলিয়া এলাকা থেকে আলীকদম হয়ে থানচির নাফাখুম ঝর্ণায় যায়। শুক্রবার বিকেলে নাফাখুমে গোসল করতে নেমে পানিতে ডুবে যায় ইকবাল। স্থানীয়দের অনেক চেষ্টার পরও শনিবার সন্ধ্যা পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। পরে রোববার সকাল থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করলে টানা ৭ ঘন্টা চেষ্টার পর তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ থানচিতে নিয়ে পৌছাতে রাত ৯টা বাজতে পারে।
থানচি থানা অফিসার ইনচার্জ (ওসি) নাছির উদ্দিন মজুমদার জানান, নাফাখুমে পর্যটকদের জন্য ভ্রমণ নিষিদ্ধ, ওই পর্যটক দল একটি ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপের তত্ত্বাবধানে গোপনে নাফাখুম চলে যায়। এ সময় পর্যটকরা প্রচলিত বিধি অনুযায়ী পর্যটন তথ্যকেন্দ্রে নিজেদের নিবন্ধন করেনি, স্থানীয় কোনো ট্যুরিস্ট গাইডকেও সঙ্গে নেয়নি বলে অভিযোগ করেন তিনি।