Sunday 16 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেসটিনির আমজনগণ পার্টি’র বিরুদ্ধে একডজন আপত্তি, এনসিপির নিবন্ধন চূড়ান্ত

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২৫ ২০:৫২ | আপডেট: ১৬ নভেম্বর ২০২৫ ২২:৪১

ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনটি দলকে নিবন্ধন দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছিল নির্বাচন কমিশন (ইসি)। সেসঙ্গে দলগুলোর ব্যাপারে কারো দাবি-আপত্তি থাকলে তা জানাতে বলেছিল ইসি। সেই বিজ্ঞপ্তির প্রেক্ষিতে ডেসটিনির কর্ণধার রফিকুল আমীন-এর বাংলাদেশ আমজনগণ পার্টির বিরুদ্ধে এক ডজন অভিযোগ পড়েছে নির্বাচন কমিশনে (ইসি)। তিনটির মধ্যে বাকি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ (মার্ক্সবাদী) এ দুটি দলের ব্যাপারে কোনো আপত্তি না আসায়, নিবন্ধনের দৌড়ে এগিয়ে এ দুটি দল। আর পিছিয়ে গেলো ডেসটিনির কর্ণধার রফিকুল আমীনের বাংলাদেশ আমজনগণ পার্টি।

বিজ্ঞাপন

রোববার (১৬ নভেম্বর) ইসি কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।

জানা গেছে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মার্ক্সবাদী) ব্যাপারে কোনো দাবি-আপত্তি না থাকায় তাদের নিবন্ধন চূড়ান্ত হয়ে গেছে। শুধু কমিশন অনুমোদনের অপেক্ষায়।

গত ৪ নভেম্বর ইসি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী) ও বাংলাদেশ আম জনগণ পার্টিকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়ে দাবি-আপত্তি চেয়ে ১২ নভেম্বর পর্যন্ত সময় দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করে। তিন দলের মধ্যে শুধু বাংলাদেশ আম জনগণ পার্টির বিরুদ্ধে প্রায় ১০ থেকে ১৫টি দাবি-আপত্তি এসেছে।

এর আগে গত ৪ নভেম্বর জারি করা গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছিল-, ‘হ্যান্ডশেক’ মার্কায় বাংলাদেশ আম জনগণ পার্টি, ‘শাপলা কলি’ মার্কায় এনসিপি ও ‘কাঁচি’ মার্কায় বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কবাসী) নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছে। ওই দলগুলোর বিরুদ্ধে কারও কোনো দাবি আপত্তি থাকলে ১২ নভেম্বরের মধ্যে জানাতে হবে।

বর্তমানে ইসিতে নিবন্ধিত দলের সংখ্যা ৫৩টি। স্থগিত রয়েছে আওয়ামী লীগ; বাতিল রয়েছে ফ্রিডম পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন ও পিডিপি নিবন্ধন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর