Sunday 16 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীর কারওয়ান বাজার ও জুরাইনে ককটেল বিস্ফোরণ

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২৫ ২২:৩৪

কারওয়ান বাজার মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ। ছবি: সংগৃহীত

ঢাকা: চলন্ত গাড়ি থেকে রাজধানীর কারওয়ান বাজার মেট্রো স্টেশনের নিচে ও জুরাইন বিক্রম প্লাজার সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার মধ্যে বিস্ফোরণের এই ঘটনা ঘটে।

কলাবাগান থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান খান বলেন, ‘দু’টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবে যেখানে ককটেল বিস্ফোরণ ঘটেছে, সেটি তেজগাঁও থানার মধ্যে পড়েছে।’

প্রত্যক্ষদর্শীরা জানান, কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার পাশে চলন্ত গাড়ি থেকে দু’টি ককটেল নিক্ষেপ করা হয়। পরে ওই গাড়িটি কলাবাগানের দিকে চলে যায়।

এদিকে, জুরাইন বিক্রম প্লাজার সামনেও তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় ঘোষণা হবে সোমবার। রায় ঘোষণা ঘিরে গত সপ্তাহে ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি দেয় কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগ। ওই কর্মসূচি ঘিরে ১০ নভেম্বর থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাসে-ট্রেনে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে আসছে।

সারাবাংলা/এমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর