Wednesday 07 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৌদি আরবে সড়ক দুর্ঘটনা ৪২ ভারতীয় ওমরাহযাত্রী নিহত

আন্তর্জাতিক ডেস্ক
১৭ নভেম্বর ২০২৫ ১৩:১৯ | আপডেট: ১৭ নভেম্বর ২০২৫ ১৫:০৮

সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৪২ জন ভারতীয় ওমরাহযাত্রী নিহত হয়েছেন। সৌদি আরবে মক্কা থেকে মদিনা যাওয়ার পথে একটি ডিজেল ট্যাংকারের সঙ্গে একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ২০ জন নারী এবং ১১ শিশু রয়েছে।

রোববার স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটের দিকে মক্কা-মদিনা রুটের মুহরাস বা মুফরিহাত এলাকায় দুর্ঘটনা ঘটে।

ওমরাহযাত্রীদের সবাই ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানার বাসিন্দা ছিলেন। দুর্ঘটনার সময় বাসের অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলেন বলে জানা গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, বাসটি মক্কা থেকে মদিনার পথে যাচ্ছিল। বাংলাদেশি সময় রোববার দিবাগত রাত ২টার দিকে মুফরিহাত এলাকার কাছে দুর্ঘটনাটি ঘটে।

বিজ্ঞাপন

খালিজ টাইমসের প্রতিবেদনে জানানো হয়, বাসটির বেশিরভাগ যাত্রীই মক্কায় ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মদিনার পথে ফিরছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর