Monday 17 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রকাশ্যে শেখ হাসিনার ফাঁসির ব্যবস্থা করতে হবে: রাশেদ প্রধান

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২৫ ১৮:০৫ | আপডেট: ১৭ নভেম্বর ২০২৫ ১৮:৫৫

জাগপা সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। ছবি: সংগৃহীত

ঢাকা: জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনীত তিনটি অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষিত হয়েছে। এর মধ্যে একটি মামলায় আমৃত্যু কারাদণ্ড এবং দুটি মামলায় মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করা হয়েছে। অনতিবিলম্বে শেখ হাসিনার ফাঁসির আদেশ কার্যকর করতে হবে এবং প্রকাশ্যে ফাঁসির ব্যবস্থা করতে হবে।’

সোমবার (১৭ নভেম্বর) ঘোষিত এ রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি সাংবাদিকদের বলেন, ‘ভবিষ্যতে শেখ হাসিনার মতো নতুন কোনো ফ্যাসিস্ট যাতে তৈরি না হয় সেই লক্ষ্যে একটা দৃষ্টান্ত তৈরি করা প্রয়োজন। তাই রায় কার্যকরের জন্য সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।’

বিজ্ঞাপন

রাশেদ প্রধান বলেন, ‘গণহত্যার অভিযোগে দোষী সাব্যস্ত শেখ হাসিনাকে বিদেশ থেকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে যথাযথ উদ্যোগ নিতে হবে। এই রায়ে আমি মহান রাব্বুল আলামিন আল্লাহর দরবারে উক্ত রায়ে শুকরিয়া আদায় করছি।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর