ঢাকা: রাজধানীর উত্তরায় আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-১৮ আসনের সাবেক এমপি হাবিব হাসানের ছোট ভাই নাদিম হাসানের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় উত্তরার ৭ নম্বর সেক্টরের ২৩ নম্বর রোডের সাত নম্বরের ওই বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে একটি প্রাইভেটকারও পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, ‘সাবেক এমপি হাবিব হাসানের ছোট ভাই নাদিম হাসানের বাড়িতে আগুন লেগেছিল। আমাদের দুটি ইউনিট গিয়ে নিয়ন্ত্রণে আনে।
উল্লেখ্য, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য সাহারা খাতুন মারা গেলে শূন্য আসনে ১২ নভেম্বর ২০২০ সালের উপ-নির্বাচন এমপি নির্বাচিত হন হাবিব হাসান।