Monday 17 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেখ হাসিনাকে নিয়ে ঘোষিত রায়ের বিষয়ে ভারত অবগত

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২৫ ১৯:১৫

ঢাকা: বাংলাদেশের ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল’ কর্তৃক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ঘোষিত রায়ের বিষয়ে ভারত অবগত রয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) শেখ হাসিনার মামলার রায় ঘোষণার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রদত্ত এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘নিকট প্রতিবেশি হিসেবে বাংলাদেশে শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতাসহ বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থ সুরক্ষায় ভারত অঙ্গীকারবদ্ধ। এ লক্ষ্য অর্জনে আমরা সকল অংশীজনদের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকব।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।‎

বিজ্ঞাপন