Monday 17 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ন্যায়বিচার হয়েছে, ইন্ডিয়ার ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২৫ ২০:৪৫ | আপডেট: ১৭ নভেম্বর ২০২৫ ২২:২১

হেফাজতে ইসলাম বাংলাদেশ। ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো: জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায়ে ন্যায়বিচার নিশ্চিত হয়েছে বলে মনে করছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। দলটির নেতারা বলছেন, এই রায়ের মধ্য দিয়ে ফ্যাসিস্টদের বিচার বানচালে ইন্ডিয়ার ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান হেফাজতে ইসলামের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজেদুর রহমান।

বিবৃতিতে বলা হয়েছে, ‘সুষ্ঠু, স্বচ্ছ ও বিতর্কমুক্ত বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইন্ডিয়ায় পলাতক গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেওয়ায় ন্যায়বিচার নিশ্চিত হয়েছে। শহিদদের পরিবারে প্রশান্তি এসেছে। শোকে পাথর হওয়া মজলুমদের চোখ ও হৃদয়গুলো আনন্দে সিক্ত হয়ে উঠেছে। এজন্য আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। ফ্যাসিস্টদের বিচার বানচাল করতে ইন্ডিয়ার ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে।’

বিজ্ঞাপন

হেফাজতের আমির-মহাসচিব আরও বলেন, ‘আমাদের স্পষ্ট বার্তা, হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের মধ্য দিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী সংগ্রামের বিজয় আরো পাকাপোক্ত হয়েছে। এ রায় যুগে যুগে ন্যায়বিচারের দৃষ্টান্ত হয়ে থাকবে। একইসঙ্গে এ রায় শাহবাগপ্রসূত বিচারিক হত্যাকাণ্ডের কলঙ্ক মোচনের সূচনাও ঘটিয়েছে। আর ভবিষ্যতে যারাই ক্ষমতায় গিয়ে আবারও ফ্যাসিস্ট ও স্বৈরাচার হয়ে উঠতে চাইবে, তাদেরও হাসিনা ও আওয়ামী লীগের পরিণতি বরণ করতে হবে।’

পিলখানা হত্যাকাণ্ড ও শাপলা চত্বরের গণহত্যার বিচার দ্রুত শুরু করার দাবি জানিয়ে তারা বলেন, ‘ভারতের চিহ্নিত সেবাদাস জাতীয় পার্টি ও ফ্যাসিস্ট আওয়ামী লীগকে দল হিসেবে বিচার করে আজীবন নিষিদ্ধ করতে হবে। অন্যথায় চব্বিশের পরাজিত শক্তি ইন্ডিয়ান আধিপত্যবাদ ও আওয়ামী ফ্যাসিবাদ বারবার মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ পাবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর