Thursday 22 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিয়াবাড়ি থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২৫ ২১:৩৪ | আপডেট: ১৭ নভেম্বর ২০২৫ ২২:২০

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর তুরাগের দিয়াবাড়ির ঝোপ থেকে ১৬-২০ বছরের অজ্ঞাত এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যার দিকে তুরাগ দিয়াবাড়ির উত্তরা ১৭ নম্বর সেক্টরের ঝোপের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকেলের দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে সেখান থেকে ওই যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। সিআইডির ফরেনসিক বিভাগ ফিঙ্গার প্রিন্টের পরিচয় সনাক্তের চেষ্টা করলেও পাওয়া যায়নি।

ওসি আরও জানান, ধারণা করা হচ্ছে রোববার মধ্যরাত থেকে আজ ভোরের যেকোনো সময় দুস্কৃতকারীরা তাকে হত্যা করে মরদেহ ফেরে রেখে যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের পরনে লাল ফুল হাতা গেঞ্জি ও জিনসের প্যান্ট ছিল।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর