ঢাকা: পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে হত্যার পর এবার দুর্বৃত্তরা আরিফ (২০) নামে এক অটোরিকশা চালককে গুলি করেছেন। তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. পিয়ারুল ইসলাম জানান, আরিফ অটোরিকশা চালক। ঘটনার সময় তিনি মিরপুর ১২ নম্বর সি ব্লক ও এ ব্লকের মাঝামাঝি রাস্তায় ছিল। এ সময় হেলমেট পরিহিত দুই ব্যক্তি রিকশায় উঠে দ্রুত যেতে বলে। এবং না গেলে গুলি করার হুমকি দেয়। অটোরিকশা চালু করতে করতেই তার পিঠে এক রাউন্ড গুলি করে রিকশা থেকে নেমে পালিয়ে যায়। আরিফের বাসা মিরপুর ১২নম্বর সেকশনের ত ব্লকে।

দুর্বৃত্তদের গুলিতে আহত আরিফ। ছবি: সংগৃহীত
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, রাতে পল্লবী এলাকা থেকে গুলিতে আহত এক আটোরিকশা চালকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তার পিঠে একটি গুলির চিহ্ন রয়েছে। জরুরি বিভাগে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, এদিন সন্ধ্যার পর পর দোকানে ঢুকে পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে মাথা, বুকে ও পিঠে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এই হত্যাকাণ্ডের পর ওই রিকশাচালকে তারা গুলি চালায় বলে ধারণা করা হচ্ছে।