Monday 17 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১০ বছর মেয়াদী ট্রেজারি বন্ডের নিলাম ১৮ নভেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২৫ ২২:৩১ | আপডেট: ১৮ নভেম্বর ২০২৫ ০০:৫৮

ঢাকা: বাংলাদেশ ব্যাংক আগামী মঙ্গলবার (১৮ নভেম্বর) ১০ বছর মেয়াদী বাংলাদেশ গভর্নমেন্ট ট্রেজারি বন্ড বিক্রয়ের নিলাম আয়োজন করতে যাচ্ছে। নিলামটি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

সোমবার (১৭ ন‌ভেম্বর) বাংলা‌দেশ ব্যাং‌কের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স বিভাগ থে‌কে এ বিষ‌য়ে একটা প্রজ্ঞাপন জার‌ি করা হ‌য়ে‌ছে।

এই নিলামে ২ হাজার ৫০০ কোটি টাকা অভিহিত মূল্যের (ফেস ভ্যালু) ১০ বছর মেয়াদী বন্ড ইস্যু করা হবে। বন্ডটির কুপন/মুনাফা বার্ষিক কাট-অব ইল্ড হারে নির্ধারিত হবে এবং মুনাফা ষান্মাষিক ভিত্তিতে পরিশোধ করা হবে।

নিলামে কেবল সরকারি সিকিউরিটিজের প্রাইমারি ডিলার হিসেবে নিয়োগপ্রাপ্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো সরাসরি বিড দাখিল করতে পারবে। তবে, অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান তাদের নিজস্ব খাত বা ব্যক্তি/প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের পক্ষ থেকে প্রাইমারি ডিলারের মাধ্যমে বিড জমা দিতে পারবে।

বিজ্ঞাপন

অংশগ্রহণকারীদের প্রতি ১০০ টাকার ফেস ভ্যালু বন্ডের জন্য কাঙ্ক্ষিত ইল্ড-হার ও ক্রয়ের পরিমাণ উল্লেখ করে সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে বাংলাদেশ ব্যাংকে স্থাপিত এফএমআই ইলেকট্রনিক প্ল্যাটফর্মের মাধ্যমে বিড দাখিল করতে হবে। বিশেষ পরিস্থিতিতে, সংশ্লিষ্ট বিভাগের পূর্বানুমতি সাপেক্ষে পূর্বের প্রচলিত সিল-কভার ম্যানুয়াল পদ্ধতিতে বিড জমা দেওয়ার সুযোগও রাখা হয়েছে বলেও জানানো হয়।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নিলামে অংশগ্রহণের বিস্তারিত নির্দেশনা প্রাইমারি ডিলারসহ সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে ইতোমধ্যে পত্রের মাধ্যমে জানানো হয়েছে।

সারাবাংলা/এসএ/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর