Tuesday 18 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকার বায়ুদূষণ আবারও ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ নভেম্বর ২০২৫ ১২:৩৬

বায়ুদূষণ।

ঢাকা: জলবায়ু পরিবর্তন, দ্রুত নগরায়ণ ও শিল্পায়নসহ নানা কারণে বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণ বেড়েই চলেছে। এর ব্যতিক্রম নয় বাংলাদেশও। দীর্ঘদিন ধরেই মেগাসিটি ঢাকার বাতাস দূষিত অবস্থায় রয়েছে। সাম্প্রতিক বৃষ্টিতে বায়ুমান কিছুটা উন্নতি হলেও মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে আবারও ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে পৌঁছেছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ৮টা ৩০ মিনিটে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত সূচকে এ তথ্য পাওয়া যায়। সূচকে দেখা যায়, ৯৪ একিউআই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ষষ্ঠ। এ অবস্থার বাতাস সংবেদনশীল গোষ্ঠী—শিশু, প্রবীণ, গর্ভবতী নারী ও অসুস্থ মানুষের জন্য বিশেষভাবে ক্ষতিকর।

বিজ্ঞাপন

৩৩২ একিউআই স্কোর নিয়ে ভারতের রাজধানী দিল্লি বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে অবস্থান করছে। যা নাগরিকদের জন্য ‘খুব অস্বাস্থ্যকর’ বলে চিহ্নিত। দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর (স্কোর ১৯১), আর তৃতীয় স্থানে ভারতের কলকাতা (স্কোর ১৭১) দুটোই ‘খুব অস্বাস্থ্যকর’ ক্যাটাগরিতে।

আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত সূচকের স্কোর অনুযায়ী ০–৫০ ভালো, ৫১–১০০ মাঝারি, ১০১–১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১–২০০ অস্বাস্থ্যকর, ২০১–৩০০ খুব অস্বাস্থ্যকর, ৩০১–৪০০ ঝুঁকিপূর্ণ।

একিউআই নির্ধারণ করা হয় পাঁচ ধরনের দূষণের ওপর ভিত্তি করে—পিএম২.৫, পিএম১০, এনও₂, এসও₂, সিও এবং ওজোন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, বায়ুদূষণের কারণে প্রতি বছর বিশ্বে প্রায় ৭০ লাখ মানুষের মৃত্যু ঘটে। বায়ুদূষণ স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক ফুসফুসের রোগ, ফুসফুসের ক্যানসার ও শ্বাসযন্ত্রের সংক্রমণের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেয়।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর