Tuesday 18 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা উত্তর কমিটি ঘোষণা এনসিপির

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ নভেম্বর ২০২৫ ১২:৪২

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: জুলাই বিপ্লবের মন্ত্রে সংগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে।

সোমবার (১৭ নভেম্বর) এনসিপির সদস্যসচিব আখতার হোসেন এবং উত্তরাঞ্চলের প্রধান সংগঠক সারজিস আলম সই করা এক বিজ্ঞপ্তিতে এ কমিটি প্রকাশ করা হয়।

নবঘোষিত কমিটিতে আরিফুল ইসলাম আদিবকে আহ্বায়ক এবং সরদার আমিরুল ইসলামকে সদস্যসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হয়েছেন মোস্তাক আহমেদ শিশির।

কমিটিতে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন কাজী সাইফুল ইসলাম। যুগ্ম-আহ্বায়ক হিসেবে যুক্ত হয়েছেন— ওমর ফারুক, মো. ওয়াহিদ আলম, তৌহিদ হোসেন, খান্দকার খালেদা আক্তার, মাইনুল ইসলাম, একেএম মাসুদুর রহমান, মুত্তাসিম বিল্লাহ ও আনোয়ার জাহান আকাশ।

বিজ্ঞাপন

সিনিয়র যুগ্ম-সদস্যসচিব হয়েছেন সাদিয়া ফারজানা দিনা। অন্য যুগ্ম-সদস্যসচিবরা হলেন— মো. সোহেল রানা, আবদুল্লাহ আল মনসুর, ইমরান নাঈম, মো. তৌহিদ আহমেদ আশিক, মো. মান্নান তালুকদার, সাব্বির আহমেদ, আবু বকর সিদ্দিক ও মো. ওয়াহেদুজ্জামান সুমন।

সহকারী সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন— মো. নূর আমিন খান, শফিকুল ইসলাম রানা খান, অ্যাডভোকেট রফিকুল ইসলাম, শেখ জামাল আবির, মোহাম্মদ মুস্তাকিম, রেহানা আক্তার রুমা, হামিদুর রহমান, তৌফিক আহমেদ, সামিনা নাসরিন স্বপ্নিল, মো. আতাউর রহমান সানি ও শামসুল আলম শামস।

মোট ৪০ জনের বেশি সদস্য নিয়ে গঠিত এই কমিটিতে রয়েছেন— আকরাম হোসেন, আনিসুর রহমান, ওমর ফারুক স্বপন, মো. আবু আদম ভূঁইয়া, মোহাম্মদ হারুন, তানভীর আহমেদ, ইকবাল হাসান, মোহাম্মদ সুমন, মোস্তাজ জুবের মিতলু, মো. সাইফুল ইসলাম, মো. শামীম মিয়া, আফরোজা বুলবুল, মুয়াজ জাহিদুল হক, তাহমিনা আক্তার জুঁথি, অ্যাডভোকেট মশিউর রহমান, শারমিন আক্তার শশী, আনিকা তাহসিন, মো. ইব্রাহিম খলিল, জুম্মারী আখতার শিপা, মো. নয়ন মিয়া, ফেরদৌস আমিনি, রেদোয়ান গাজী, তানভীর আহমেদ ফাহিম, লাপিফা আক্তার, ফয়সাল আহমেদ, অ্যাডভোকেট প্রিয়াঙ্কা আক্তার, মাহবুবুর রহমান রায়হান, আজিমুল রিফাত, অ্যাডভোকেট সোহানা শারমিন, ফাহমিদ হোসেন, আরাফ ইবনে সাইফ, জেরিন আফরিন রিমি, শাহরিয়ার হোসেন হিমু, মফাখরুল আহমেদ, সামিনা আজম সিমা, মিনহাজুর রহমান, রহিমা খাতুন, মোহাম্মদ বাবুল হোসেন ও নাজমুল হাসান।

চলতি বছরের ফেব্রুয়ারিতে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের পর এনসিপি সম্প্রতি নির্বাচন কমিশন থেকে শাপলা কলি প্রতীকে আনুষ্ঠানিক নিবন্ধন পেয়েছে। ফলে দলটি আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে।

সারাবাংলা/এফএন/ইআ