ঢাকা: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণে ৬১৭ কোটি ৮ লাখ টাকা ব্যয় বেড়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত ‘সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি’র বৈঠকে এ-সংক্রান্ত ব্যয় বাড়ানোর একটি ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
অর্থ উপদেষ্টা ড.সালেহ উদ্দিন আহমেদ বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠক শেষে জানানো হয়, সভায় ‘সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর সম্প্রসারণ প্রকল্প (১ম পর্যায়) (১ম সংশোধন)’ শীর্ষক প্রকল্পের একটি ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করছে চীনা প্রতিষ্ঠান ‘বেইজিং আরবান কনস্ট্রাকশন গ্রুপ কোম্পানি লিমিটেড’ (বিইউসিজি)।
প্রকল্পটির মূল চুক্তি ব্যয় ধরা হয়েছিল ২ হাজার ১১৬ কোটি ৫১ লাখ টাকা। সংশোধিত প্রস্তাবে ব্যয় ৬১৭ কোটি ৮ লাখ টাকা বেড়ে মোট চুক্তিমূল্য দাঁড়াচ্ছে ২ হাজার ৭৩৩ কোটি ৫৯ লাখ টাকা।