Thursday 15 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিংড়ায় বিএনপির সাবেক এমপি মোর্শেদের লিফলেট বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ নভেম্বর ২০২৫ ১৫:০৫ | আপডেট: ১৮ নভেম্বর ২০২৫ ১৫:০৬

৩১ দফার লিফলেট বিতরণ করেছেন কাজী গোলাম মোর্শেদ।

নাটোর: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য ও নাটোর-৩ (সিংড়া) আসনে মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ।

সোমবার (১৮ নভেম্বর) বিকেল ও সন্ধ্যায় সিংড়া কাঁচা বাজার, থানার মোড় এবং বাসস্ট্যান্ড এলাকায় দলীয় নেতাকর্মী নিয়ে তিনি লিফলেট বিতরণ করেন। বাজারের সাধারণ মানুষের সাথে কুশল বিনিময়ও করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লেলিন, পৌর বিএনপির সদস্য আসাদুজ্জামান মিঠু, কলম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক সোয়াইব আলী, উপজেলা কৃষকদলের সদস্য সচিব ওমর ফারুক, যুগ্ম আহ্বায়ক এম এ হান্নান, বিএনপি নেতা ও শিক্ষক নেতা ফিরোজ কবির, জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আব্দুল মতিন, যুবদল নেতা শামীম হোসেনসহ অন্যান্যরা।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

ইতিহাসের শীর্ষে জো সালদানা
১৫ জানুয়ারি ২০২৬ ১৪:৫৩

আরো

সম্পর্কিত খবর