ঢাকা: রাজধানীতে যুবদলের এক মতবিনিময় সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যাকাণ্ড কোনোভাবেই বিচ্ছিন্ন ঘটনা নয়। তার দাবি, নির্বাচন বাধাগ্রস্ত করতে এবং ভোট প্রক্রিয়া দীর্ঘায়িত করার ষড়যন্ত্রের অংশ হিসেবেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে যুবদলের করণীয়’ শীর্ষক সভায় এসব কথা বলেন তিনি। সভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল।
যুবদল সভাপতি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবসময় জনগণের পাশে থেকে রাজনীতি করার কথা বলেছেন। সেই নির্দেশনা মেনে নির্বাচন সামনে রেখে প্রতিটি নেতাকর্মীকে মাঠে নামতে হবে।
যারা দলের প্রার্থী হবেন, তাদের পক্ষে যুবদলের সকলকে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনি কাজ করতে হবে বলেও নির্দেশ দেন তিনি।
পল্লবী থানা যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়াকে সোমবার নৃশংসভাবে গুলি করে হত্যা করা হয়। তাকে ১০টির বেশি গুলি করা হয়েছে বলে জানান সভায় উপস্থিত যুবদল সভাপতি।
তিনি দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানিয়ে বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে খুনিদের অবিলম্বে আটক করতে হবে।
তিনি আরও বলেন, কিবরিয়া হত্যাকাণ্ড পরিকল্পিত। নির্বাচন যাতে সুষ্ঠুভাবে না হয়, সে উদ্দেশ্যে একটি পক্ষ নানান কৌশলগত সহিংসতা তৈরি করছে। কারণ, নির্বাচন না হলে সেই পক্ষই লাভবান হবে, যারা ভোটের মাধ্যমে রাষ্ট্রক্ষমতায় আসতে পারবে না।